ইরাকে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা
ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে একাধিক রকেট আঘাত হেনেছে। তবে এ হামলার দায় স্বীকার করেনি কোনো দেশ বা বাহিনী।
এখানে একাধিক সরকারি দপ্তরের সঙ্গে বিদেশি দূতাবাস রয়েছে। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বাগদাদের গ্রিন জোনে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছেই রকেটটি আঘাত হেনেছে বলে জানানো হয়।
এছাড়া গ্রিন জোনের কাছের জাদ্রিয়া এলাকা এবং বালাদ বিমান ঘাঁটি, যেখানে মার্কিন সৈন্যরা রয়েছেন, সেখানেও রকেট নিক্ষেপ করা হয়েছে।
এসব ঘটনায় কেউ নিহত হয়নি বলে ইরাকের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে। তবে জাদ্রিয়ায় অন্তত পাঁচজন আহতের খবর দিয়েছে পুলিশ।
বাগদাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর এলিট কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলেমানি নিহত হওয়ার পরদিন এই হামলা হলো।
গত ৩ জানুয়ারি ভোরে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলায় দেশটির রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি নিহত হয়েছেন। ইরান সংশ্লিষ্ট ইরাকি আধাসামরিক বাহিনী হাশেদ আল শাবির একটি বহরের ওপর এই হামলা করা হয়।
এর কয়েক ঘণ্টা পরে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন বিপ্লবী গার্ড বাহিনীর একটি বিবৃতি প্রচার করেছে। তাতে বলা হয়েছে, আজ সকালে বাগদাদ বিমানবন্দরে মার্কিন হামলায় সোলাইমানি নিহত হয়েছেন।
এদিকে, ড্রোন হামলার প্রতিবাদে ইরান যদি হামলা চালায় তবে ইরানের ৫২ স্থানে হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র জুড়ে জারি করা হয়েছে বাড়তি সতর্কতা।
শনিবার (৪ জানুয়ারি) সকালে ওই হামলায় নিহত ১০ জনের লাশ নিয়ে বাগদাদে শোক মিছিল হয়। শোক মিছিল এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সমবেত জনতা শ্লোগান তোলে, “আমেরিকা নিপাত যাক।”
শনিবারের রকেট হামলা নিয়ে ইরাকের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, “বাগদাদের সেলিব্রেশন স্কয়ার ও জাদ্রিয়া এলাকা এবং সালাহউদ্দিন প্রদেশের বালাদ বিমান ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এতে কোনো প্রাণহানি হয়নি। আরও তথ্য আসছে।”
বাগদাদের ৮০ কিলোমিটার উত্তরের বালাদ বিমান ঘাঁটিতে দুটি কাতিউশা রকেট নিক্ষিপ্ত হয়েছে বলে নিরাপত্তা সংশ্লিষ্ট দুইজন রয়টার্সকে জানিয়েছেন।
আর বাগদাদের জাদ্রিয়া এলাকায় একটি মর্টার আঘাত হেনেছে এবং তাতে পাঁচজন আহত হয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর ঘাঁটিতে মার্কিন হামলায় ২৫ জন নিহত হওয়ার পর বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা-ভাংচুরের দুই দিনের মাথায় এ ঘটনা মধ্যপ্রাচ্য ঘিরে উত্তেজনাকে নতুন মাত্রা দেবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
ইরাকের মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ শনিবার ইরাকের নিরাপত্তা বাহিনীর সদস্যদের যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো থেকে দূরে থাকতে বলেছে বলে আল-মায়াদিন টেলিভিশনের খবরে বলা হয়।
ওই গোষ্ঠীর বরাত দিয়ে তাদের খবরে বলা হয়েছে, “নিরাপত্তা বাহিনীর সদস্যদের রোববার সন্ধ্যা থেকে আমেরিকান ঘাঁটিগুলো থেকে অন্তত হাজার মিটার দূরে থাকতে হবে।”