বর্তমানে করোনা আক্রান্ত চিকিৎসাধীন ৫০% রোগী গ্রামাঞ্চলের: স্বাস্থ্য অধিদপ্তর
দেশের বিভিন্ন স্থানের হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের ৫০ শতাংশের বেশি গ্রামাঞ্চলের অধিবাসী। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানান।
এসব রোগীদের রোগের তীব্রতা অনেক বেশি হওয়ার পর তারা হাসপাতালে আসছেন বলে জানান তিনি।
অন্যদিকে, আসন্ন ঈদুল আজহায় স্বাস্থ্যবিধি মেনে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে কোরবানির পশুর হাট বসবে। এর বাইরে হাট বসতে দেওয়া হবে না এমন সিদ্ধান্তই নিয়েছে সরকার। তবে কোরবানির হাট অনলাইনে করার সুপারিশ করছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ বিষয়ে আবুল বাশার খুরশীদ আলম বলেন, 'গত বছর কোরবানির পশুর হাট ফিজিক্যাল হওয়ার কারণে করোনা সংক্রমণে বেড়ে যায়। সেই সংক্রমণ নিয়ন্ত্রণে অনেক সময় লাগে, যে কারণে এবার কোরবানির হাট অনলাইনে করার সুপারিশ করেছি।