বিদেশি সেনারা ইরাকে থাকতে পারবে না, পার্লামেন্টে প্রস্তাব পাস
ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানি সেনা কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার পর বিদেশি সেনাদের দেশ থেকে বের করে দিতে পার্লামেন্টে নতুন প্রস্তাব পাস করেছে ইরাক।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনীর পর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে আলোচিত সোলেমানির মৃত্যুর পর মূলত যুক্তরাষ্ট্রবিরোধী এই প্রস্তাবটি ইরাকের পার্লামেন্টে পাস হয়।
২০০৩ সাল থেকেই ইরাকের মাটিতে ঘাঁটি গেড়েছে মার্কিন সেনাবাহিনী। ২০০৭ সালে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হলেও এখনো সেখানে পাঁচ হাজার সেনা অবস্থান করছে।
বিবিসি জানিয়েছে, কোনো কারণেই যেন বিদেশি সৈন্যরা ইরাকের আকাশ, স্থল এবং জলসীমা ব্যবহার করতে না পারে সে ব্যাপারে একটি নিষেধাজ্ঞা আরোপের জন্য ইরাকি পার্লামেন্টে পাস হওয়া ওই প্রস্তাবে আহ্বান জানানো হয়েছে।
পার্লামেন্টে আনা এই প্রস্তাবের ওপর বিতর্ক শুরুর আগে ইরাকের শিয়াপ্রধান সরকারের প্রধানমন্ত্রী আদেল আল মাহদি বলেন, যত দ্রুত সম্ভব মার্কিন সৈন্যদের ইরাক ছেড়ে চলে যাওয়া উচিত।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সঙ্গে সুস্থ এবং সঠিক সম্পর্কের স্বার্থে ইরাকে মার্কিন সামরিক উপস্থিতির ইতি টানা প্রয়োজন।
বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সোলেইমানির ওই গাড়ি বহরে ছোড়া মার্কিন ড্রোন হামলায় আবু মাহদি আল মুহানদিস নামে ইরাকের একজন শীর্ষস্থানীয় শিয়া মিলিশিয়া কমান্ডার নিহত হন, যা ইরাকের শিয়াদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ তৈরি করেছে।