১৫ জুলাই থেকে ধারণক্ষমতার অর্ধেক নিয়ে চলবে ট্রেন
করোনাভাইরাস মহামারির উর্ধ্বমূখী সংক্রমণ ও মৃত্যুর মধ্যে আগামী ১৫ জুলাই থেকে ধারণক্ষমতার অর্ধেক নিয়ে চালু হচ্ছে রেল সেবা।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করে সোমবার সন্ধ্যায় রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, আগামীকাল থেকে অনলাইনে ট্রেনের টিকেট পাওয়া যাবে।
তিনি বলেন, "কিন্তু সব টিকিট কাউন্টার বন্ধ থাকবে এবং ধারণক্ষমতার অর্ধেক নিয়ে ট্রেন চলবে।"
মহামারিকালে আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ২২০ জনের মৃত্যু হয়েছে যা এ যাবতকালের দ্বিতীয় সর্বোচ্চ। গত দুই সপ্তাহ যাবত প্রতিদিনই শতাধিক ব্যক্তির মৃত্যু হচ্ছে করোনায়। এর মধ্যে ২০০ দৈনিক মৃত্যুর মাইলফলক ছাড়িয়েছে চার দিন।
মারাত্মক সংক্রামক এই ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে দেশের আরও ১৩ হাজার ৭৬৮ জনের দেহে; শনাক্তের দিক থেকে যা এ যাবতকালের সর্বোচ্চ। এর আগে গতকাল রোববার দ্বিতীয় সর্বোচ্চ ১১ হাজার ৮৭৪ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছিল। মহামারি শুরুর পর থেকে সব মিলিয়ে এই শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জনে।