নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন শের বাহাদুর দেউবা
নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবাকে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারি।
দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রপতির প্রধান ব্যক্তিগত সচিব ভেশ রাজ অধিকারী বলেন, "সংবিধানের ৭৬(৫) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি শের বাহাদুর দেউবাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন।"
মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল ৬টার সময় দেউবা আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক দায়িত্ব গ্রহণ ও গোপনীয়তা রক্ষার শপথ নিবেন।
প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে রাষ্ট্রপতির দপ্তরে প্রস্তুতি গ্রহণের কথাও জানান রাজ অধিকারী।
সোমবার (১২ জুলাই) নেপালের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে সরিয়ে দু'দিনের মধ্যে নেপাল কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেওবাকে প্রধানমন্ত্রী করার নির্দেশনা প্রদান করেন।
সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ থেকে এই নির্দেশনা দেওয়া হয়।
আজ বিকালে শপথ গ্রহণের সাথে দেউবা জোট সরকারের অধীনে নতুন মন্ত্রীসভা গঠন করবেন।
তবে, মন্ত্রীসভায় কারা থাকছেন সে বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি। নেপালি কংগ্রেসের একজন শীর্ষ নেতা জানান, শপথ গ্রহণের আগে নেপালের কমিউনিস্ট পার্টির (মাওবাদী) সভাপতি পুষ্প কোমল দাহালের সাথে মন্ত্রীসভা গঠনের বিষয়ে আলোচনায় অংশ নিবেন দেউবা।
নাম প্রকাশে অনিচ্ছুক ঐ নেতা বলেন, "আলোচনা শেষ হলে নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করা হবে।"