স্বামীর পর্নোগ্রাফি ব্যবসায় জড়িত শিল্পা শেঠি? ‘গায়েব’ নায়িকার দিকে পুলিশের কড়া নজর
পর্ন ফিল্ম তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগে গত সোমবার রাতে গ্রেপ্তার হয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। ভারতীয় আদালতের তরফেও স্বস্তি মেলেনি, আগামী ২৩ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত মঞ্জুর হয়েছে রাজ কুন্দ্রার।
'হটশটস' নামে এক মোবাইল ভিডিও অ্যাপের মাধ্যমে মুম্বাই এবং তার আশেপাশের এলাকায় শুট করা পর্নোগ্রাফিক ভিডিও ছড়িয়ে দিতেন রাজ কুন্দ্রা, দাবি মুম্বাই পুলিশের। রাজ কুন্দ্রার গ্রেপ্তারির পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে শিল্পা শেঠি। মুম্বাই পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত এই মামলায় অভিনেত্রীর কোনোরকম যোগসূত্র সামনে আসেনি। শিল্পার কোনো সক্রিয় ভূমিকা না থাকলেও তদন্ত থেকে ছাড় দেওয়া হচ্ছে না তাকে।
'এখনো পর্যন্ত তদন্তে শিল্পা শেঠির কোনো সক্রিয় ভূমিকা আমরা খুঁজে পাইনি। তদন্ত চলছে। আমরা সকল নির্যাতিতাদের আবেদন জানাচ্ছি সামনে এসে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করতে এবং আমরা উপযুক্ত ব্যবস্থা নেব,' সংবাদ সম্মেলনে জানান মুম্বাইয়ের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মিলিন্দ ভারাম্ভে।
জানা গেছে, ২০১৯ সালের ফেব্রুয়ারি সামে রাজ কুন্দ্র আর্মস প্রাইম মিডিয়া নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। ছয় মাস পর সেই কোম্পানির আওতাতেই তৈরি হয় 'হটশট' নামে ওই ভিডিও অ্যাপ, যেটিকে মুম্বাই পুলিশের তরফে পর্ন স্ট্রিমিং অ্যাপ বলে উল্লেখ করা হয়েছে। পরবর্তীকালে লন্ডনের ব্যবসায়ী প্রদীপ বক্সীর কাছে ২৫ হাজার মার্কিন ডলারে এই অ্যাপ বিক্রি করে দেন রাজ কুন্দ্রা।
২০১৯ সালের ডিসেম্বরে আর্মস প্রাইম মিডিয়া থেকে পদত্যাগ করেন রাজ কুন্দ্রা। কিন্তু হটশটের যাবতীয় কর্মকাণ্ড চলত রাজের অঙ্গুলি হেলনেই, হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে উঠে এসেছে সেই তথ্য-প্রমাণ। শালীনতার মাত্রা ছাড়ানোর জেরে ২০২০ সালের জুন মাসেই গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে বাতিল করা হয় এই অ্যাডাল্ট অ্যাপ।
এক নারী ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ জানান, পর্ন ফিল্ম শুট করতে বাধ্য করা হয়েছে তাকে। এরপরই কোমর বেঁধে এই পর্ন ব়্যাকেটের পর্দা ফাঁস করতে আসরে নামে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।
রাজ কুন্দ্রার গ্রেপ্তারির পর থেকেই কার্যত গায়েব শিল্পা শেঠি। সূত্রের খবর, আপাতত সন্তানদের নিয়ে বোন শমিতা শেঠির সঙ্গে থাকছেন তিনি। মঙ্গলবার ড্যান্স রিয়্যালিটি শো 'সুপার ড্যান্সার ৪'-এর শুটেও আসেননি। ব্যক্তিগত কারণের জেরেই তিনি হাজির থাকতে পারবেন না, জানিয়েছেন কর্তৃপক্ষকে; তবে বিস্তারিত কিছু বলেননি।