বিএসএমএমইউতে শনিবার চালু হচ্ছে এক হাজার শয্যার ফিল্ড হাসপাতাল
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে এই ফিল্ড হাসপাতাল পরিদর্শন শেষে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আগামী শনিবার চালু হচ্ছে এক হাজার শয্যার ফিল্ড হাসপাতাল ।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে এই ফিল্ড হাসপাতাল পরিদর্শন শেষে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, করোনা সংক্রমণ সংক্রমণে বেড়ে যাচ্ছে, বেডের সংকট হতে পারে। বেশি বাড়লে হাসপাতালে জায়গা হচ্ছে হবে না।