করোনায় মারা গেলেন চমেক হাসপাতালের সাবেক উপ-পরিচালক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সাবেক উপ-পরিচালক অধ্যাপক ডা. এজেএম শামসুদ্দিন চৌধুরী মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।
রোববার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ এ চিকিৎসকের মৃত্যু হয়।
আজ সোমবার সকাল ১১ টায় মরহুমের নামাজে জানাযা নগরীর আসকার দিঘির পশ্চিম পাড়স্থশতদল ক্লাবের মাঠে অনুষ্ঠিত হয়। পরে এলাকার কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, 'ডা. এজেএম শামসুদ্দিন চৌধুরী কয়েকদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। গতকাল রাতে নগরের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় ব্যাচের ছাত্র ছিলেন।'
চট্টগ্রামের এই গুণী মানুষটির মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।