প্রতি তিনজন আমেরিকানের কারণে বিশ্বে প্রাণ হারান একজন মানুষ
গড়ে তিনজন আমেরিকান তাদের জীবদ্দশায় দৈনন্দিন বিলাসিতায় যে পরিমাণ কার্বন নিঃসরণ করেন, তা বৈশ্বিক উষ্ণায়ন বাড়িয়ে একজন মানুষকে হত্যার জন্য দায়ী। তাছাড়া একটি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়, তার ফলে বৈশ্বিক উষ্ণায়নে ৯ শতাধিক মানুষ মারা যেতে পারেন।
'সোশ্যাল কস্ট অফ কার্বন' শিরোনামের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে বলে জানানো হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে। বিজ্ঞান সাময়িকী নেচার কমিউনিকেশনস-এ প্রকাশিত এ গবেষণায় বিভিন্ন দেশে মানুষের জীবনযাত্রার ধরন কী পরিমাণ কার্বন নিঃসরণে ভূমিকা রাখে, তা তুলে ধরা হয়েছে।
এ গবেষণা থেকে জানা যায়, বায়ুমণ্ডলে প্রতি ৪ হাজার ৪৩৪ মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের হার ২০২০ সালের চেয়ে বেড়ে গেছে। এর ফলে তাপমাত্রা বেড়ে একজন ব্যক্তির অকালমৃত্যু হতে পারে। এই বাড়তি কার্বন ডাই-অক্সাইড ৩.৫ জন আমেরিকানের গড় নিঃসরণের সমতুল্য।
গবেষণায় আরও দেখা যায়, যুক্তরাষ্ট্রের কয়লা বিদ্যুৎকেন্দ্রগুলো গত বছরের তুলনায় ৪০ লাখ মেট্রিক টনের বেশি কার্বন নিঃসরণ করেছে। গবেষকদের ধারণা, এর ফলে চলতি শতাব্দীর শেষ নাগাদ ৯০৪ জন মানুষ প্রাণ হারাতে পারেন। তবে ২০৫০ সালের মধ্যে তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী গ্যাসের নিঃসরণের হার কমাতে পারলে চলতি শতাব্দীর শেষ দিকে সারা বিশ্বে প্রায় ৭ কোটি ৪০ লক্ষ মানুষের জীবন বাঁচানো সম্ভব।
এ গবেষণাপত্রের লেখক কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্থ ইনস্টিটিউটের ডেনিয়েল ব্রেসলারের মতে, শুধু তাপমাত্রা বৃদ্ধিতেই যে মানুষ মরছে তা নয়। কার্বন নিঃসরণের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সৃষ্ট বন্যা, ঝড়, ফসল নষ্ট ও অন্যান্য দুর্যোগেও প্রাণ হারাচ্ছেন বহু মানুষ।
জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে যে বায়ুদূষণ হয়, তা-ও প্রত্যক্ষভাবে বহু মানুষকে হত্যা করছে। গত ফেব্রুয়ারিতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, বায়ুদূষণের কারণে সারা বিশ্বে প্রতি বছর ৮০ লাখের বেশি মানুষ মারা যাচ্ছে।
ব্রেসলার বলেন, 'বর্তমান জলবায়ু নীতিমালাকে আরও কঠোর করলে বহু জীবন বাঁচানো সম্ভব। এত মানুষ মারা যাচ্ছেন দেখে আমি অবাক হয়ে গেছি। মৃত্যুর সংখ্যা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকতে পারে—এ সংখ্যা কিছু কমও হতে পারে, আবার বেশিও হতে পারে।'
ব্রেসলারের গবেষণায় দেখা গেছে, গড়ে ৩.৫ জন আমেরিকান জীবদ্দশায় যতটুকু কার্বন নিঃসরণ করেন, সারা জীবনে সেই পরিমাণ কার্বন নিঃসরণ করেন ২৫ জন ব্রাজিলিয়ান বা ১৪৬ জন নাইজেরিয়ান।
গত কয়েক মাসে উপর্যুপরি বেশ কয়েকটি তীব্র দাবদাহের ধাক্কায় পর্যুদস্ত গোটা বিশ্ব। আমেরিকা ও কানাডায় শত শত মানুষ মারা গেছেন তীব্র উত্তাপে। বিজ্ঞানীরা বলছেন, কার্বন নিঃসরণের কারণেই ঘন ঘন এত তীব্র দাবদাহ দেখা দিচ্ছে।
- সূত্র: দ্য গার্ডিয়ান