রবীন্দ্রনাথের গল্পে আবুল হায়াতের নাটক ‘প্রতিবেশিনী’
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শুক্রবার (৬ আগস্ট) রাত ৮.৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে নাটক 'প্রতিবেশিনী'।
মমতাজউদ্দীন আহমদের নাট্যরূপে নাটকটি পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, তারিন, শাহরিয়ার নাজিম জয়, কে এস ফিরোজ জয় প্রমুখ।
গল্পের নায়ক প্রতিবেশিনী এক বাল্যবিধবার প্রেমে পড়ে। তখনো ভারতবর্ষে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিধবা বিবাহের প্রচলন তেমনভাবে হয়ে উঠেনি। ফলে গল্পের নায়কের দূর থেকে তার প্রেমিকাকে কামনা করা ছাড়া কিছুই করার ছিল না।
এদিকে, তার বন্ধুর এ সময় প্রেমের কবিতা লেখার বাতিক হয়। সেইসব কবিতা সম্পাদনা করে দেয় গল্পের নায়ক। একদিন সে ঠিক করে, বিধবা বিবাহ প্রচলন করার জন্য সমাজ সংস্কারে নামবে। এ নিয়ে তার কবি বন্ধুর সঙ্গেও তর্ক করে। সে সময় জানা যায়, তার কবি বন্ধু এক বিধবার প্রেমে পড়েছে এবং তাকে বিয়ে করতে যাচ্ছে।
গল্পের নায়ক মহা উৎসাহে বন্ধুকে সাহায্য করার উদ্যোগ নেয় এবং তাকে আর্থিক সহযোগিতা করে। অবশেষে সে তার বন্ধুর কাছ থেকে মেয়েটির পরিচয় জানতে চায়। বন্ধুটি জানায়, সে তার প্রতিবেশিনীকে বিয়ে করতে যাচ্ছে!
নায়কের সম্পদনা করা কবিতাগুলো পড়েই সেই মেয়ে তার বন্ধুর প্রেমে পড়ে যায়। এমন গল্প নিয়ে 'প্রতিবেশিনী'।