উহান এখন কেমন আছে?
করোনার উৎপত্তিস্থল হিসেবে পরিচিত চীনের হুবেই প্রদেশের উহানে নতুন করে দেখা দিয়েছে করোনার প্রকোপ। শহরের বর্তমান পরিস্থিতিকে 'যুদ্ধাবস্থা' হিসেবে আখ্যায়িত করেছেন উহানের স্থানীয় কর্মকর্তারা।
উহানের এক কোটি দশ লাখ বাসিন্দাকে গণহারে নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার বিপজ্জনক ও দ্রুত সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে নতুন প্রকোপ দেখা দিয়েছে। ইতোমধ্যে, ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
২০১৯ সালের ডিসেম্বরে উহানে বিশ্বে প্রথমবারের মতো করোনা ভাইরাস শনাক্ত হয়। ২০২০ সালের জানুয়ারির শেষ থেকে জুন পর্যন্ত উহানকে দেশের অন্যান্য এলাকা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা হয়। সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর উহানের জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হয়ে ওঠে।
প্রায় এক বছরের বেশি সময় ধরে নিয়ন্ত্রণে থাকার পর চীনে আশঙ্কাজনকহারে বাড়ছে সংক্রমণ। গ্রীষ্মকালীন অবকাশ যাপনকে কেন্দ্র করে গত মাসের শেষ দিকে নানজিং থেকে চীনে ছড়াতে থাকে সংক্রমণ।
উহানেও নতুন করে ভাইরাস শনাক্ত হওয়ায় পর কঠোর হয়েছে প্রশাসন। এক বছর পর উহানে দেখা দিয়েছে মহামারির শুরুর দিকের সেই পুরানো আতঙ্ক।
চলছে গণহারে নমুনা পরীক্ষা
গত সোমবার (২ আগস্ট) উহানে সাতজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রত্যেকেই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন বলে জানায় কর্তৃপক্ষ। এরপরই বাড়তে থাকে দৈনিক সংক্রমণ।
৫ আগস্ট প্রকাশিত সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে, ৪৮ ঘন্টায় দেশটিতে নতুন ২০টি সংক্রমণের ঘটনা শনাক্ত হয়।
সংক্রমণ বাড়তে থাকায় গণহারে নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। চীনের অন্যতম জনবহুল শহর উহান। শহরের এক কোটি দশ লাখ বাসিন্দাকে এই গণ নমুনা পরীক্ষার আওতায় নিয়ে আসা হয়েছে।
পরিবহন বন্ধ, হুমড়ি খেয়ে কেনাকেটায় নেমেছে মানুষ
সংক্রমণ রোধে উহানে পরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। উহানের অভ্যন্তরীণ এবং বহির্গামী সকল ফ্লাইট এবং ট্রেন চলাচল স্থগিত ঘোষণা করা হয়েছে।
লকডাউন আতঙ্কে বাজারে হুমড়ি খেয়ে পড়েছে সাধারণ মানুষ। কেনাকাটা করতে দোকানে বেড়েছে মানুষের ভিড়। আতঙ্কিত হয়ে ক্রেতারা খাদ্য মজুদে ওঠেপড়ে লেগেছে। মহামারির শুরুর দিকের অবস্থাই যেন পুনরায় দেখা দিয়েছে।
হুবেই প্রদেশের তিনটি শহরে ছড়িয়েছে ডেল্টার সংক্রমণ
চীনের দশটি প্রদেশের ডজনখানেক শহরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ৪০০ জনের বেশি মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। উহান ছাড়াও হুবেই প্রদেশের অপর দুই শহরে নতুন সংক্রমণ দেখা দিয়েছে।
হুবেই প্রদেশের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের উপ-পরিচালক লি ইয়াং জানান, নতুন সংক্রমণের ঘটনায় কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।
নতুন ভ্যারিয়েন্টের বিষয়ে সতর্ক করলেন উহান ল্যাবের 'ব্যাট ওম্যান'
মহামারির শুরু থেকেই করোনা ভাইরাস ছড়ানোর জন্য বহুবার উহানের গবেষণাগারকে দায়ী করা হয়েছে। উহান ল্যাবের প্রধান 'ব্যাট ওম্যান' খ্যাত ভাইরোলজিস্ট শি জেংলি কোভিডের নতুন ভ্যারিয়েন্টের বিষয়ে সতর্ক করেছেন।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, জেংলি হেলথ টাইমসকে বলেন, "সংক্রমণ সংখ্যা যেহেতু অনেক বেশি, তাই করোনা ভাইরাসের অভিযোজন ও বিবর্তন ঘটার সুযোগও বৃদ্ধি পেয়েছে।"
"নতুন ভ্যারিয়েন্টের উত্থান অব্যাহত থাকবে," সতর্ক করেন তিনি।
২০১৯ সালে উহানে শনাক্ত হওয়ার পর ইতোমধ্যে বহুবার অভিযোজিত হয়ে নতুন ভ্যারিয়েন্টের জন্ম দিয়েছে করোনা ভাইরাস।
শি জেংলি'র উহান ইন্সটিটিউট অব ভাইরোলজি ভাইরাসগুলো নিয়ে শুরু থেকেই গবেষণা পরিচালনা করে আসছে।
গত মঙ্গলবার (৩ আগস্ট), ২৪ ঘন্টায় চীনে ৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, মোট শনাক্তের ৬১ জনই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। এর আগেরদিন স্থানীয়ভাবে সংক্রমিত ৫৫ জনকে শনাক্ত করা হয়।
গত এক বছরে চীন সফলতার সাথে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করেছে। তবে, নতুন প্রকোপ দেখা দেওয়ায় উদ্বেগে রয়েছে চীনা প্রশাসন।
নানজিংয়ের পর জাংজিয়াজি থেকে ছড়িয়েছে সংক্রমণ
সম্প্রতি, আশঙ্কাজনকভাবে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নানজিংয়ের ৯০ লাখ ২০ হাজার বাসিন্দার নমুনা পরীক্ষা করায় প্রশাসন। লাখ লাখ মানুষের ওপর আরোপ করা হয় লকডাউন।
গত সপ্তাহে হুনান প্রদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাংজিয়াজি থেকে নতুন করে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করে। নানজিং থেকে ভ্রমণার্থীরা সেখানে যাওয়ার ফলে সংক্রমণ ছড়ায় বলে ধারণা করা হচ্ছে।
জাংজিয়াজির একটি থিয়েটারে অংশগ্রহণ করেন প্রায় পাঁচ হাজার মানুষ। পরবর্তীতে, তারা নিজ শহরে ফিরে যান। বর্তমানে, স্বাস্থ্য পরিদর্শকরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছেন।
চীনের স্বাস্থ্য বিশেষজ্ঞ জং নানশ্যান বলেন, "জাংজিয়াজি এখন চীনে কোভিড সংক্রমণের নতুন কেন্দ্রস্থলে পরিণত হয়েছে।"
নতুন এই সংক্রমণ রাজধানী বেইজিংয়েও গিয়ে পৌঁছেছে। গত ছয় মাসের মধ্যে সম্প্রতি বেইজিংয়ে প্রথমবারের মতো করোনা শনাক্ত হয়। আক্রান্ত শহরগুলো থেকে বেইজিংকে বিচ্ছিন্ন করা হয়েছে।
সূত্র: বিবিসি, এনপিআর, নিউইয়র্ক পোস্ট ও সাউথ চায়না মর্নিং পোস্ট