বাড়িঘর থেকে শুরু করে গরু-মহিষ, অলিম্পিকে স্বর্ণ জিতে উপহারের সমুদ্রে ভাসছেন দুই ইন্দোনেশিয়ান অ্যাথলেট
টোকিও অলিম্পিকে মেয়েদের দ্বৈত ব্যাডমিন্টনে স্বর্ণ জেতার পর দেশে ফিরে উপহারের সমুদ্রে ভাসছেন দুই ইন্দোনেশিয়ান অ্যাথলেট গ্রেসিয়া পলি ও অপ্রিয়ানি রাহায়ু। সরকারসহ বিভিন্ন মাধ্যম থেকে ইতোমধ্যে অর্থ, গরু, বাড়ি ও রেস্টুরেন্ট উপহারের ঘোষণা পেয়েছেন এই দুই কৃতী অ্যাথলেট।
গত সোমবার একরকম সবাইকে অবাক করে দিয়েই চীনের চেঙ কুইং চেন ও জিয়া ই ফানকে হারিয়ে ইন্দোনেশিয়াকে এই অলিম্পিকের প্রথম স্বর্ণ পদক উপহার দেন পলি ও রাহায়ু। তাই স্বাভাবিকভাবেই এই ব্যাডমিন্টন যুগলকে নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই ইন্দোনেশিয়ানদের।
অপ্রিয়ানি রাহায়ুর জন্মস্থান সুলাওয়েশির অধিবাসীরা এরইমধ্যে তাকে পাঁচটি গরু ও একটি বাড়ি উপহারের ঘোষণা দিয়েছেন। মিটবল রেস্টুরেন্ট সংস্থা বাসো আচি আবাং এই স্বর্ণপদকজয়ীকে তাদের একটি রেস্টুরেন্টের মালিকানা দেওয়ার ঘোষণা দিয়েছে।
দেশটির পর্যটনমন্ত্রী সান্ডিয়াগো উনো সোমবারই ঘোষণা দিয়েছেন, এই জুটি দেশের সবচেয়ে আকর্ষণী ছয়টি পর্যটন কেন্দ্রে বিনামূল্যে ভ্রমণ করতে পারবে এখন থেকে।
সবচেয়ে বড় উপহারের ঘোষণাটি দিয়েছে অবশ্য ইন্দোনেশিয়া সরকার। ব্যাডমিন্টন যুগলকে মোট ৫০০ কোটি ইন্দোনেশীয় রুপিয়া উপহার দিচ্ছে সরকার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি টাকা।
ব্যাডমিন্টনে ১৯৯২ অলিম্পিকে অভিষিক্ত হওয়ার পর ২০১২ অলিম্পিক ব্যতীত সবক'টি আসরেই কোনো না কোনো স্বর্ণপদক জিতেছে ইন্দোনেশিয়া। এবারের অলিম্পিকে এই স্বর্ণপদক ছাড়াও একটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক ঘরে তুলেছে ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়াই কিন্তু একমাত্র দেশ নয় যারা অলিম্পিকের পদকধারীদের বিভিন্ন উপহারের মাধ্যমে বরণ করছে। ২৭ জুলাই ফিলিপাইনের ভারোত্তলক হিডিলিন ডিয়াজ তার দেশকে অলিম্পিকে ইতিহাসের প্রথম স্বর্ণপদক উপহার দেন। দুটি বাড়িসহ সরকারের পক্ষ থেকে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার সমমানের অর্থ উপহার পেয়েছেন তিনি। এছাড়া বিভিন্ন কর্পোরেট কোম্পানির পক্ষ থেকে বাড়ি, গাড়ি, অর্থসহ বিভিন্ন উপহার এখনো পেয়ে যাচ্ছেন এই ভারোত্তলক।
-
সূত্র: ইনসাইডার