শাহ আমানতে ৫২ পিস স্বর্ণের বার ও ২৯০ কার্টন সিগারেট উদ্ধার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫২ পিস সোনার বার ও ২৯০ কার্টন সিগারেট উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টম হাউজ।
রোববার (১৯ জানুয়ারি) সকাল পৌনে নয়টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি ১৪৮ নম্বর ফ্লাইট অবতরনের পর বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে সোনার বার ও সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ৬.০৮ কেজি। যার বাজার মুল্য তিন কোটি ৬০ লক্ষ টাকা।
চট্টগ্রাম কাস্টম হাউজের এয়ারপোর্ট ইউনিটের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম জানান, চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনারের গোপন সংবাদের ভিত্তিতে সোনার বার ও সিগারেট উদ্ধার করা হয়। বিমানবন্দরে অবতরণের পর যাত্রীদের তল্লাশির সময় বোর্ডিং ব্রিজের পাশে ধরা পড়ে যাওয়ার ভয়ে স্বর্ণের বার ভর্তি ব্যাগ ফেলে যায় এক বিমানযাত্রী। পরিত্যক্ত অবস্থায় কাস্টমস কর্মকর্তারা এগুলো উদ্ধার করে।
কড়াকড়ি দেখে একই ফ্লাইটের তিনজন যাত্রী ২৯০ কার্টন বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট ফেলে পালিয়ে যায়।
এ বিষয়ে কাস্টম আইন অনুযায়ী বিভাগীয় মামলা দায়ের করা হবে বলে জানান রিয়াদুল ইসলাম।