চার সপ্তাহের মধ্যে শুরু হবে কারখানা পরিদর্শন
নিরাপত্তা বিধিমালা মেনে কারখানা পরিচালনা করা হচ্ছে কিনা- তা নিশ্চিতে আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে আবারো কারখানার পরিদর্শন শুরু হবে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
এছাড়া, দেশে নতুন করে কোন শিল্প কারখানাকে নিবন্ধন দেওয়া কিংবা নবায়ন করার জন্য নতুন একটি কর্তৃপক্ষ গঠন করতে যাচ্ছে সরকার। এই কর্তৃপক্ষের অধীনে ফায়ার সার্ভিস, পরিবেশ, শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধিরা থাকবেন। এই কর্তৃপক্ষ অনেকটা ওয়ান স্টপ সার্ভিসের আদলে কাজ করবে।
এতদিন ধরে কারখানার নিবন্ধন পেতে বিভিন্ন সংস্থার কাছ থেকে আলাদা আলাদা অনুমতি নিতে হতো।
নতুন কর্তৃপক্ষের কার্যপরিধি কী হবে, কীভাবে কাজ করবে- তা নির্ধারণের লক্ষ্যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) এক্সিকিউটিভ চেয়ারম্যানের নেতৃত্বে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এই সাব-কমিটি এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দেবে, যার ভিত্তিতে নতুন কর্তৃপক্ষ গঠন এবং কার্যপরিধি ঠিক করা হবে।
সভায় শিল্প মন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিজিএমই এর সভাপতি ফারুক হাসান উপস্থিত ছিলেন। এছাড়া, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন।