আজ জনসম্মুখে আসছে ‘জো বাইডেন’
জন্মের পর মায়ের অবহেলায় মারা যায় দুটি বাঘ শাবক। মূমুর্ষূ অবস্থায় উদ্ধারের পর মানুষের স্নেহ-আদরে বেঁচে ফিরে তৃতীয় শাবকটি। নাম রাখা হয় জো-বাইডেন। এরপর গণমাধ্যম থেকে শুরু করে ইন্টারনেট দুনিয়ায় আগ্রহের কেন্দ্রতে পরিণত হয় চট্টগ্রাম চিড়িয়াখানার এই বাঘ শাবকটি।
আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) প্রথমবারের মতো জনসম্মুখে আসতে যাচ্ছে 'তারকা বাঘ' জো-বাইডেন। সরকারি নির্দেশনা মতে, ১৯ আগস্ট থেকে খুলছে পর্যটন কেন্দ্র, ফলে আজ থেকে চিড়িয়াখানার টিকেট কাটলেই দেখা মিলবে তার। করোনাভাইরাস সংক্রমণ রোধে গত বছরের ২০ মার্চ থেকে প্রায় পাঁচ মাস বন্ধ ছিল চট্টগ্রাম চিড়িয়াখানা। মাঝে মাস সাতেক খোলা থাকলেও করোনার সংক্রমণ বাড়ায় চলতি বছরের ১ এপ্রিল থেকে ফের বন্ধ রাখা হয়
চিড়িয়াখানা সূত্র জানায়, করোনা মহামারি শুরুর বছর ২০২০ সালের ১৪ নভেম্বর বাঘিনী জয়ার ঘরে জন্ম নেয় তিনটি শাবক। জন্মের পর মায়ের দুধ না পেয়ে ১৫ নভেম্বর একটি এবং ১৮ নভেম্বর আরেকটিসহ মোট দুটি শাবক মারা যায়। মুমূর্ষ অবস্থায় তৃতীয় শাবকটিকে সরিয়ে নিয়ে চিকিৎসা দিতে শুরু করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এরপর কোয়ারেন্টিন সেন্টার এবং চিড়িয়াখানার অফিস কক্ষে কিউরেটর ডা. শাহাদাত ও দুই কর্মচারীর আদর-যত্নে বেড়ে উঠে শাবক জো-বাইডেন।
জন্মের সাড়ে পাঁচ মাস পর চলতি বছরের ২১ এপ্রিল শাবকটিকে খাঁচায় দেওয়া হয়। প্রতিদিন নিয়ম করে বিকালে খাঁচামুক্ত হয়ে এক ঘন্টা হাটাচলা করলেও ১৪ মে থেকে খাঁচাই তার স্থায়ী নিবাস। মানুষের সঙ্গে হেসে-খেলে অন্যরকম পরিবেশে বড় হওয়া এই বাঘটির বয়স এক বছর পূর্ণ হলে অন্য বাঘের সঙ্গে এই খাঁচায় দেওয়া হবে। এখন খাঁচায় থাকতেই অভ্যস্ত এটি।
চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর প্রাণি চিকিৎসক শাহাদাত হোসেন বলেন, বাঘটি আজ থেকে প্রথম জনসম্মুখে আনা হবে। এর আগে করোনার কারণে দীর্ঘদিন চিড়িয়াখানা বন্ধ থাকায় বাঘটি দেখতে পায় নি দর্শনার্থীরা।
২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জো-বাইডেন যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরিয়ে এনেছেন। তার প্রতি সম্মান রেখে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ বাঘ শাবকটির নাম জো-বাইডেন রাখা হয় বলে জানান শাহাদাত। বিষয়টি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণে বর্তমানে চিড়িয়াখানার প্রধান আকর্ষণে পরিণত হয়েছে বাইডেন। মানুষ চিড়িয়াখানা খোলার অপেক্ষায় রয়েছেন।
গত ১৬ আগস্ট চিড়িয়াখানায় গিয়ে দেখা যায় ধোয়া-মোছাসহ খোলার প্রস্তুতি চলছে। চিড়িয়াখানার মূল ফটকে কথা হয় গোপালগঞ্জ থেকে চট্টগ্রামে জীবিকার তাগিদে আসা নির্মাণ শ্রমিক মো. শাহাজাহানের সঙ্গে। তিনি বলেন, 'চিড়িয়াখানার একটি বাঘের ভিডিও ফেসবুকে দেখেছি। চিড়িয়াখানা খোলা ভেবে ঘুরতে এসেছি।'
২০১৬ সালের ডিসেম্বর মাসে ৩৩ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ আফ্রিকা থেকে এক জোড়া বেঙ্গল টাইগার প্রজাতির বাঘ আনা হয়। বর্তমানে এই চিড়িয়াখানায় তিন পুরুষ ও ছয় নারীসহ মোট ৯টি বাঘ রয়েছে। এই চিড়িয়াখানায় ৬৬ প্রজাতির মোট ৬২০টি প্রাণি রয়েছে। করোনাকালীন সময়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় মোট ৪০টি প্রাণি জন্ম নেয়। এরমধ্যে রয়েছে হরিণ, সাম্বার হরিণ, বাঘ, ঘোড়া, ময়ুর ও বক।