আফগানিস্তানে হস্তক্ষেপ বন্ধ করতে পশ্চিমা রাষ্ট্রগুলোকে পুতিনের সতর্কতা
আফগানিস্তানে তালেবান কর্তৃত্বে আগেই সমর্থন জানিয়েছে রাশিয়া। এ বার দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব রাষ্ট্রকে সতর্ক করে দিলেন। পশ্চিমা দেশগুলোর উদ্দেশে তিনি বলেন, "আফগানিস্তানের উপর নিজেদের বৈদেশিক মূল্যবোধ চাপিয়ে দেওয়ার দায়িত্বজ্ঞানহীন নীতি বন্ধ করতে হবে"।
পুতিন আরও বলেন যে, তিনি আশা করছেন তালেবানরা স্থানীয় ও বিদেশি কূটনীতিকদের নিরাপত্তার নিশ্চয়তা দেবে এবং মার্কিন নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহারের পরও দেশটি ভেঙে পড়বে না।
শুক্রবার মস্কোয় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন পুতিন। সেখানে আফগানিস্তান নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
তার মতে, "তালেবান আফগানিস্তান মোটামুটি দখল করেই নিয়েছে। এমন পরিস্থিতিতে নিজেদের মতামত আফগানিস্তানের উপর চাপিয়ে দেওয়া উচিত নয় অন্য দেশগুলোর।''
পশ্চিমা জোটগুলো যেভাবে তাড়াহুড়োয় এবং বিশৃঙ্খল অবস্থায় আফগানিস্তান হতে তাদের বাহিনী ও কর্মকর্তাদের সরিয়ে নিচ্ছে তাতে রাশিয়া, চীন এবং বিশেষ করে পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তি আফগানিস্তানে তাদের প্রভাব বাড়াবে বলে আশা করা হচ্ছে। কাবুলে এখনো রুশ দূতাবাস খোলা রয়েছে এবং তালেবানদের সাথে তারা যোগাযোগ বজায় রেখেছে।
তালেবানের পুনরুত্থান নিয়ে বিশ্বের ক্ষমতাশালী দেশগুলোর নীরবতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে রাশিয়া যেভাবে তালেবান কর্তৃত্বকে এক প্রকার মেনেই নিয়েছে, মস্কোয় যেভাবে তালেবান নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছে, তা নিয়েও সমালোচনা শুরু হয়েছে।
সূত্র- দ্য গার্ডিয়ান, আনন্দবাজার পত্রিকা