৯০ লাখ বছর ধরে হাঁটছে হাঙ্গরগুলো
বিজ্ঞানীরা চারটি নতুন প্রজাতির হাঙ্গর আবিষ্কার করেছেন, যেগুলো হাঁটতে পারে।
সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, এ হাঙ্গরগুলো কমপক্ষে ৯০ লাখ বছর ধরে হাঁটা বা কাছাকাছি কোনো কাজ করছে।
বিজ্ঞানীদের মতে, হাঁটতে জানা হাঙ্গরগুলো বিবর্তনের দিক থেকে সুপারস্টার। পৃথিবীতে সর্বশেষ বিবর্তিত হাঙ্গর হতে পারে হাঁটা জানা মাছগুলো।
হাঙ্গর নিয়ে নতুন এ গবেষণা প্রকাশিত হয়েছে মেরিন অ্যান্ড ফ্রেশওয়াটার রিসার্চ নামের সাময়িকীতে।
বিজ্ঞানীরা বেশ কয়েক বছর ধরে তাদের জানা মতে হাঁটতে পারা একমাত্র হাঙ্গরের ডিএনএ নমুনা বিশ্লেষণ করেছেন। তারা এর বিবর্তন নিয়ে কাজ করেছেন।
ডিএনএ নমুনা বিশ্লেষণ করে তারা নতুন চারটি প্রজাতি আবিষ্কার করেন।
এ প্রজাতিগুলোর মধ্যে নবীনতমটি প্রায় ২০ লাখ বছর আগে বিবর্তিত হতে পারে।
গবেষণাপত্রের সহ-রচয়িতা ও পরিবেশবিষয়ক সংস্থা কনজারভেশন ইন্টারন্যাশনালের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমুদ্র কর্মসূচির সহ-সভাপতি মার্ক আর্ডম্যান বলেন, “এই আবিষ্কার প্রমাণ করে যে, আধুনিক হাঙ্গরের উল্লেখ করার মতো বিবর্তিত হওয়ার ক্ষমতার পাশাপাশি পরিবেশগত পরিবর্তনের সঙ্গে খাপ খেয়ে চলার সক্ষমতা আছে।”