আফগানিস্তানের খ্রিস্টানদের জন্য ৩ দিনে ২ কোটি ডলারের বেশি তহবিল সংগ্রহ গ্লেন বেকের
রক্ষণশীল রাজনৈতিক বক্তা ও রেডিও হোস্ট গ্লেন ব্লেক সম্প্রতি ঘোষণা দিয়েছেন, আফগানিস্তানে আটকে পড়া খ্রিস্টানদের উদ্ধারের জন্য তিনি অনুদানের আহ্বান জানানোর পর এখন পর্যন্ত কোটি ডলারের বেশি তহবিল সংগ্রহ হয়েছে।
এ সপ্তাহের শুরুতেই বর্তমানে তালেবানের দখলে থাকা আফগানিস্তান থেকে খ্রিস্টানদের বের করে আনার জন্য তার সমর্থকদের সাহায্য চান তিনি। দ্য ইকোনমিস্ট এর তথ্যমতে, যতোক্ষণ পর্যন্ত না নিজের সমস্যা হচ্ছে, আফগানিস্তান থেকে নারী ও শিশুদের বের করে আনার জন্য অর্থ সাহায্য দেওয়ার আবেদন জানান তিনি।
তার আহ্বানের কয়দিন পরই তিনি জানান, ২ কোটি ডলারেরও বেশি অনুদান এসেছে।
"আফগানিস্তান থেকে খ্রিস্টানদের বের করে আনার জন্য আমার দর্শকদের প্রতিক্রিয়া দেখে আমি অভীভূত। ৩ দিনেরও কম সময়ে ২ কোটি ডলারের বেশি উঠেছে! ধন্যবাদ!" এক টুইটার বার্তায় বলেন গ্লেন।
তার ওই টুইটে নাজারেনে ফান্ডের লিংকও যুক্ত করে দেওয়া হয়।
গত দুই দশকেরও বেশি সময় পর আবারও আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। ফলে দেশটির বাসরত খ্রিস্টানরা এই মৌলবাদী ইসলামিক দলটি রোষে পড়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন।