চকরিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছে ১৯টি বন্যহাতির পাল, আতঙ্কিত এলাকাবাসী
কক্সবাজারের চকরিয়ার মানিকপুরে ১৯টি বন্যহাতির একটি পাল লোকালয়ে ঢুকে পড়েছে। কক্সবাজার উত্তর বন বিভাগের মানিকপুর বন বিটের অধীনে সুরাজপুর দক্ষিণের বনভূমি থেকে শুক্রবার (২৭ আগস্ট) সকালে এসব বন্যহাতি লোকালয়ে চলে আসে বলে জানিয়েছেন মানিকপুর বনবিটের কর্মকর্তা সাইফুল ইসলাম।
সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক জানান, সুরাজপুর পাবলিক উচ্চ বিদ্যালয় সংলগ্ন (ছিড়ামোরা) বনের দক্ষিণ পাশে পাহাড়ে বন্যহাতির পাল দেখতে পান স্থানীয়রা। বেলা বাড়ার সাথে সাথে উৎসুক জনতার ভিড় বাড়লেও হাতিগুলো ওই এলাকায় রয়ে যায়।
চেয়ারম্যান বলেন, এলাকার শতাধিক লোকজন চেষ্টা করেও হাতিগুলোকে গহীন অরণ্যের দিকে ফেরাতে পাড়ছে না। হাতির পালটিকে দ্রুত বনের ফেরানো না গেলে জানমালের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
তিনি আরো বলেন, লোকজন হাতিগুলোর কাছাকাছি গেলেই একটি মাদী হাতি তেড়ে আসে।
এসময় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছফুর আলম (৩০) নামে এক যুবক মাটিতে পড়ে যান। হাতিটি তার পরিধেয় ধরে টান দিলে ছফুর পালিয়ে প্রাণে বাঁচেন। তবে, তিনি মারাত্মকভাবে আহত হন।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তওহিদুল ইসলাম বলেন, সকালে বন্যহাতির পালটি লোকালয়ের কাছাকাছি চলে আসার খবর পেয়ে বনকর্মীরা দ্রুত সেখানে যান। হাতিগুলোকে বনের দিকে ফেরানোর চেষ্টা অব্যাহত রয়েছে।