কৃতি শ্যানন যে ভুলের জন্য কেঁদেছিলেন অঝোরে
মিডিয়া জগতে বলিউড তারকা কৃতি শ্যাননের শুরুটা আনন্দের হয়নি। তখন তিনি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। শারীরিক উচ্চতা ভালো হওয়ায় একদিন হুট করেই প্রস্তাব পান মডেলিংয়ের।
খুব বেশি না ভেবে রাজিও হয়ে যান। কিন্তু এর ফল যে তার কাঁধে চাপিয়ে দেবে অপমানের বোঝা, ঘুণাক্ষরেও ভাবতে পারেননি ভারতের নয়া দিল্লিতে ১৯৯০ সালের ২৭ জুলাই জন্ম নেওয়া এই রূপসী।
র্যাম্পে ক্যাটওয়াকের রিহার্সালে একদিন ভুল করে ফেলেন তিনি। ফলে কোরিওগ্রাফারের কাছ থেকে শুনতে হয় বকা।
এক সাক্ষাৎকারে বর্তমানে ৩১ বছর বয়সী কৃতি বলেন, 'প্রায় ২০ জন মডেলের সামনে কোরিওগ্রাফার আমাকে বকেছিলেন। আর আমাকে কেউ বকলেই আমি কাঁদতে শুরু করে দিই।'
'মিমি' ও 'রাবতা' তারকা সেই অপমানের কথা এখনো ভুলতে পারেননি। তিনি বলেন, 'ঘরে ফেরার পথে অটোরিকশাতে বসেই কাঁদতে শুরু করে দিয়েছিলাম আমি। বাড়ি গিয়েও মায়ের কাছে কেঁদেছিলাম।।
সে সময়ে মেয়েকে ভেঙে পড়তে দেখে মা মানসিকভাবে শক্ত ও আত্মবিশ্বাসী হওয়ার উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশ মেনে দিনে দিনে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন কৃতি। মডেলিংয়ের র্যাম্প এক সময় হাজির হন রুপালি পর্দায়।
-
সূত্র: আনন্দবাজার পত্রিকা