সশস্ত্র তালেবান যোদ্ধাদের মাঝে বসে সংবাদ পড়লেন আফগান টিভি উপস্থাপক
সশস্ত্র তালেবান যোদ্ধাদের মাঝে বসেই সংবাদ পড়লেন আফগানিস্তানের একজন টেলিভিশন উপস্থাপক। ক্যামেরার সামনে তিনি সংবাদ পড়ার সময় তাকে ঘিরে আট অস্ত্রধারী যোদ্ধাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপটি ওই টিভি স্টুডিওই অনলাইনে শেয়ার করে। তারা জানায়, সশস্ত্র যোদ্ধারা টিভি অফিসে ঢুকে উপস্থাপককে তালেবানের প্রশংসা করতে বাধ্য করেন।
বিবিসি'র ইয়ালদা হাকিম রোববার বিকালে টিভি সংবাদের ভিডিও ক্লিপ টুইট করে।
টুইটবার্তায় তিনি লিখেন, "আফগানিস্তান টিভি – সুরিয়াল। আফগান টিভিতে রাজনৈতিক বিতর্ক এখন যেভাবে দেখা যায়, তালেবান সেনারা উপস্থাপকের ওপর নজর রাখছে।"
সংবাদ পাঠিক ঘানি সরকারের পতন নিয়ে কথা বলেন। তিনি আরও বলেন, আফগানিস্তান নিয়ে আফগানের মানুষের ভয় পাওয়ার কারণ নেই বলে জানিয়েছে বর্তমান এই ইসলামী আমিরাত।
৪২ সেকেন্ডের ভিডিও ক্লিপটি ১০ লাখ বারের বেশি দেখা হয়েছে। ভিডিওটিতে উপস্থাপককে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন আট অস্ত্রধারী ব্যক্তি।
ডব্লিওআইও নিউজের মতে, সংবাদ সম্প্রচারকালে উপস্থাপক তালেবান যোদ্ধাদের সঙ্গে একটি বিতর্ক আলোচনা চালিয়ে জান।
পারদাজ নামের ওই শো চলাকালে উপস্থাপক তালেবানদের সঙ্গে মানুষকে মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান।
মার্কিন সেনা সদস্যরা যখন কাবুলে দ্বিতীয় হামলা প্রতিহত করতে সফুল দ্রোন আক্রমণের ঘোষণা দেয়, তখনই এই ভিডিও ধারণ করা হলো।
ভিডিও ফুটেজ শেয়ার করে এটিলাট্রোজ এবং কাবুল-নাউয়ের পাবলিশার জাকি দারইয়াবি টুইটে লিখেন, "এটিলাট্রোজ এটা মেনে নিতে পারে না।"
"এরকম চললে আমরা আমাদের কাজ করা বন্ধ করে দিব," লিখেন তিনি।
ইরানি সাংবাদিক মাসিহ আলিনেজাদ ভিডিও রিটুইট করে লিখেন, "স্পষ্টভাবেই আতঙ্কিত ওই উপস্থাপকের পেছনে অস্ত্রহাতে দাঁড়িয়ে তালেবান যোদ্ধারা আফগানিস্তানের মানুষকে ভীত না হওয়ার কথা বলাচ্ছে।"
"তালেবান নিজেই লাখো মানুষের মনে ভয়ের সমার্থক একটি শব্দ। এটা কেবল আরেকটি প্রমাণ।"
- সূত্র: ডেইলি মেইল