তালেবানকে রুখতে ব্যবহৃত কোটি ডলারের সামরিক সরঞ্জাম তালেবানেরই দখলে
১৫ বছর আগে যখন আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে ব্রিটিশ সেনা মোতায়েন করা হয়, সে সময়ও তালেবানদের গায়ে দেখা যেতো জীর্ণ স্থানীয় পোশাক, হাতে ছিল কয়েক দশক পুরনো রাশিয়ান রাইফেল ও গ্রেনেড লঞ্চার।
তড়িঘড়ি করে দেশটি থেকে আন্তর্জাতিক সেনা প্রত্যাহারের পর প্রায় ৮ হাজার ৫০০ কোটি ডলারের (৬ হাজার ২০০ কোটি পাউন্ড) সামরিক সরঞ্জাম হাতে এসে পড়েছে তালেবানের। এরমধ্যে রয়েছে বিমান, হেলিকপ্টার, অস্ত্র সজ্জিত যানবাহন ও হাজার হাজার অস্ত্র। খবর দ্য ডেইলি মেইলের।
তাদের প্রথাগত পোশাকের বদলে শরীরে শোভা পাচ্ছে কমব্যাট বুট ও ক্যামোফ্লেজ পোশাক। প্রাচীন একে-৪৭ এর বদলে তাদের হাতে দেখা যাচ্ছে টেলিস্কোপিং স্টকযুক্ত এম৪ কারবাইন।
১৫ বছর আগে তালেবানের হেলমেট পরার দৃশ্যও ছিল বিরল, কিন্তু বর্তমানে ব্রিটিশ সেনাদের চেয়েও উন্নত প্রযুক্তির ও দামী হেডকভার পরতে দেখা যাচ্ছে তাদের।
ইউএস স্পেশাল ফোর্সের অত্যাধুনিক মাল্টি-ব্যান্ড পোর্টেবল রেডিও এমবিআইটিআর-২ এখন তাদের দখলে। আফগান নিরাপত্তা বাহিনীর জন্য সরবরাহ করা হয়েছিল এগুলো।
এক ব্রিটিশ সেনা কর্মকর্তার মতে, "তাদের কাছে সব সরঞ্জামাদি তো আছেই, অবস্থাদৃষ্ট দেখে মনে হচ্ছে এ ব্যাপারে তাদের ভালো ধারণাও তৈরি হয়েছে,"
তালেবানের অস্ত্র দখল করা এবং দুর্নীতিগ্রস্থ সরকারি কর্মকর্তাদের তালেবানের কাছে অস্ত্র বিক্রির ফলে, পশ্চিমা করদাতাদের অর্থেই বিশৃঙ্খল গেরিলা বাহিনী থেকে তালেবান এই অত্যাধুনিক অস্ত্রসজ্জিত বাহিনীতে রূপান্তর হয়েছে।
দুর্ভাগ্যের বিষয় হলো, যে অস্ত্রাগার আজ তালেবানের দখলে, আফগানিস্তানকে তালেবানের দখলমুক্ত রাখার জন্যই এসব সরঞ্জাম সরবরাহ করা হয়েছিল।
মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যান জিম ব্যাংকস জানিয়েছেন, বর্তমানে বিশ্বের ৮৫ শতাংশ দেশের চেয়ে বেশি সংখ্যক ব্ল্যাক হক হেলিকপ্টার আছে তালেবানের হাতে।
আরও আতঙ্কের বিষয় হলো, বিভিন্ন বায়োমেট্রিক ও পরিচয় শনাক্তকারী ডিভাইস তালেবানের দখলে গেছে যার মাধ্যমে তারা আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে কাজ করা আফগানদের খুঁজে বের করতে পারবে। ফলে এখনো আফগানিস্তানের আটকে পড়া এমন মানুষদের বন্দী করতে পারে তালেবান।
আফগানিস্তানে অস্ত্র সরবরাহের কাজে নিয়োজিত কর্মকর্তা মি. ব্যাংকস এবিষয়ে বলেন, "প্রশাসনের ব্যর্থতার জন্য ৮ হাজার ৫০০ কোটি ডলার সমমূল্যের সামরিক সরঞ্জাম এখন তালেবানের দখলে। এমনকি বায়োমেট্রিক ডিভাইসও তাদের দখলে। এখন পর্যন্ত এসব সরঞ্জামাদি ফিরিয়ে আনার ব্যাপারে প্রশাসনের কোনো পরিকল্পনা দেখছি না,"
মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জেক সুলিভান জানান, তালেবানের দখলে তাদের কতো সংখ্যক সরঞ্জামাদি যেতে পারে এ ব্যাপারে পূর্ণাঙ্গ ধারণা ছিল না তার।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস জানান, ব্রিটিশ সেনা প্রত্যাহারের পর ব্রিটিশ মিলিটারির কিছু সরঞ্জামও তালেবানের দখলে গেছে।
নিরাপত্তার আশঙ্কায় থাকা হাজার হাজার আফগান ও ব্রিটিশ নাগরিককে আফগানিস্তান থেকে জরুরি ভিত্তিতে ফিরিয়ে আনার জন্য কিছু সংখ্যক যানবাহনের মতো সরঞ্জামাদি যুক্তরাজ্যে ফিরিয়ে নেওয়া সম্ভব হয়নি।
- সূত্র: ডেইলি মেইল