গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন মিশেল ওবামা
সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন।
তার স্মৃতিকথামূলক বই ‘বিকামিং’ এর অডিও ভার্সনের জন্য ‘বেস্ট স্পোকেন ওয়ার্ড অ্যালবাম’ বিভাগে এই পুরষ্কার জেতেন তিনি। খবর লস এঞ্জেলস টাইমসের।
ওবামা পরিবারে এই নিয়ে গ্র্যামি পুরষ্কারের সংখ্যা দাঁড়ালো তিনটি। এর আগে ২০০৬ সালে ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’ এবং ২০০৮ সালে ‘দ্য ওডাসিটি অব হোপ’ বই দুটির অডিও ভার্সনের জন্য একই ক্যাটাগরিতে পুরষ্কারটি জেতেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
২০১৮ সালে ভাইকিংস প্রেস থেকে মিশেল ওবামার স্মৃতিকথামূলক বই ‘বিকামিং’ প্রকাশিত হয়। বইটি বাজারে আসার প্রথম দিনই যুক্তরাষ্ট্র ও কানাডায় বইটির সাড়ে সাত লাখ কপি বিক্রি হয়, যা ২০১৮ সালের যেকোন বইয়ের প্রথম দিনের বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ। এরপর ওই বছরই বইটি বেস্টসেলার হয়। ২০১৯ সালের ২৬ মার্চের মধ্যে বইটি ১০ মিলিয়ন কপি বিক্রি হয়।