সিরিজ জিততে বাংলাদেশের সামনে মাঝারি লক্ষ্য
তেড়েফুঁরেই শুরু করেছিলেন ফিন অ্যালেন। আরেক ওপেনার রাচিন রবীন্দ্রকেও সাবলীল মনে হচ্ছিল। কিন্তু ভালো শুরুর এই আভাশ মিলিয়ে যেতে সময় লাগেনি। এদিন বাংলাদেশ পেসারদের তোপে দিক হারিয়ে ধুঁকলো নিউজিল্যান্ড। পরে স্পিনারদের সামলাতেও কম বেগ পেতে হয়নি তাদের। এরপরও তৃতীয় টি-টোয়েন্টিতে মাঝারি সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নামা সফরকারীরা ৫ উইকেটে ১২৮ রান তুলেছে। আগের দুই ম্যাচে স্পিন দিয়ে কিউইদের কাবু করা বাংলাদেশ এদিন একই পথে হাঁটতে পারেনি।
এদিন উইকেট নিয়ে শুরু করেন মুস্তাফিজুর রহমান। পরের দুই উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর দুই উইকেট নিয়েছেন দুই স্পিনার শেখ মেহেদী হাসান ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
প্রথম ও শেষ ওভারটি খরুচে হয়েছে, আছে অদ্ভুত মিলও। ইনিংসের প্রথম ওভারটি করেন শেখ মেহেদী। ডানহাতি এই অফ স্পিনার ১১ রান খরচা করেন। ইনিংসের শেষ ওভার করেন মুস্তাফিজ, বাঁহাতি এই পেসারের খরচাও ১১ রান।
১২৮ রানের ইনিংসে নিউজিল্যান্ডের কোনো ব্যাটসম্যান ছক্কা মারতে পারেননি। পুরো ইনিংস মিলিয়ে ৪ হয়েছে ১৪টি। সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন হেনরো নিকোলস। ৩০ রান করা টম ব্লান্ডেলও নিকোলসের মতো অপরাজিত থাকেন।
এ ছাড়া ফিন অ্যালেন ১৫, রাচিন রবীন্দ্র ২০ ও উইল ইয়ং ২০ রান করেন। সর্বোচ্চ ২টি উইকেট নেন সাইফউদ্দিন। একটি করে উইকেট পান শেখ মেহেদী, মুস্তাফিজ ও মাহমুদউল্লাহ। সাকিব আল হাসান ৪ ওভারে ২৪ খরচা করে কোনো উইকেট পাননি।
স্পিন নয়, এবার বাংলাদেশের পেসে ভুগছে কিউইরা
ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ থেকে শুরু হয়েছে বাংলাদেশের দাপট। টি-টোয়েন্টিতে একের পর এক ম্যাচ জিতে আসছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। প্রায় প্রতি ম্যাচে স্পিন আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করেছে বাংলাদেশ। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে তোপ দাগছেন বাংলাদেশের পেসাররা।
ইনিংসের তৃতীয় ওভারে ফিন অ্যালেনকে ফেরান মুস্তাফিজুর রহমান। সপ্তম ওভারে কিউইদের চেপে ধরেন মোহাম্মদ সাইফউদ্দিন। এই ওভারে উইল ইয়ং ও কলিন ডি গ্র্যান্ডহোমকে ফিরিয়ে দেন ডানহাতি এই পেসার। বাংলাদেশের পেস আক্রমণের সামনে সুবিধা করতে পারছে না সফরকারীরা। ৪৬ রানেই ৩ উইকেট হারিয়ে তারা।
৯ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৫৩ রান। রাচিন রবীন্দ্র ১৬ ও অধিনায়ক টম ল্যাথাম ২ রানে ব্যাটিং করছেন।