ধুঁকছে বাংলাদেশ
প্রথম দুই ম্যাচে দারুণ জয়। তৃতীয় টি-টোয়েন্টিতে নির্ভারই থাকার কথা বাংলাদেশের। লক্ষ্য নাগালে থাকায় চাপ ছিল না মাহমুদউল্লাহ রিয়াদের দলের ওপর। কিন্তু ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উল্টো পথে হেঁটে চলেছে বাংলাদেশ। ২৩ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ ৪৩ রানের মধ্যে আরও ৫টি উইকেট হারিয়ে বসেছে।
১২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাঝ পথে পৌঁছানোর আগেই সেরা ৬ ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। ১১ ওভার শেষে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪৮ রান। উইকেটে আছেন মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহান। এই দুই ব্যাটসম্যানই বাংলাদেশের শেষ ভরসা। জিততে হলে বাংলাদেশকে ৯ ওভারে আরও ৮১ রান করতে হবে।