অবিশ্বাস্য নাসুম, দাপুটে মুস্তাফিজ; অল্পতেই থামল নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়াকে ভালোই স্পিন ভেল্কি দেখিয়েছিলেন নাসুম আহমেদ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেও সেই ধারা জারি রেখেছেন বাঁহাতি এই স্পিনার। আগের তিন টি-টোয়েন্টিতে খুব একটা দাপট দেখাতে না পারলেও চতুর্থ টি-টোয়েন্টিতে কিউই ব্যাটসম্যানদের জন্য রীতিমতো যমদূত উঠলেন নাসুম। তার স্পিন ঘূর্ণিতে দিক হারিয়েই মূলত অল্প রানে গুটিয়ে গেছে সফরকারীরা।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশের দারুণ বোলিংয়ে ১৯.৩ ওভারে ৯৩ রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ডের ইনিংস। অবিশ্বাস্য বোলিং করেছেন নাসুম। ৪ ওভারে মাত্র ১০ রান খরচায় ৪টি উইকেট নেন তিনি। টি-টোয়েন্টিতে এটাই তার সেরা বোলিং ফিগার। মুস্তাফিজুর রহমানও এদিন দাপুটে বোলিং করেন। বাঁহাতি এই পেসারের শিকারও ৪ উইকেট।
শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিনরাও এদিন হিসেবি বোলিং করেছেন। সবচেয়ে খরুচে ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে রান তুলতে রীতিমতো হিমশিম খেয়েছে কিউইরা। তাদের কেবল তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পেরেছেন। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে।
স্রোতের বিপরীতে ব্যাটিং করেছেন কেবল উইল ইয়াং। চার নম্বরে ব্যাটিং করতে নেমে ডানহাতি এই ব্যাটসম্যান ৪৮ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৪৬ রান করেন। ফিন অ্যালেন ১২ ও অধিনায়ক টম ল্যাথাম ২১ রান করেন। বাকিদের কেউ-ই ৪ রানের বেশি করতে পারেননি। নাসুম ১০ রানে ৪টি ও মুস্তাফিজ ১২ রান খরচায় ৪টি উইকেট নেন। একটি করে উইকেট নেন শেখ মেহেদী ও সাইফউদ্দিন।
চোট পেয়ে মাঠ ছাড়লেন সাইফউদ্দিন
নিজের বলেই ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। বাঁ হাতের আঙুলে চোট পেয়ে মাঠ ছেড়েছেন ডানহাতি এই পেসার। তার জায়গায় ফিল্ডিং করতে নেমেছেন শামীম হোসেন পাটোয়ারী।
সাইফউদ্দিনের করা ১৪তম ওভারের শেষ ডেলিভারিতে সোজা খেলেন উইল ইয়াং। বল ফেরাতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পান সাইউফদ্দিন। ১৫ ওভার শেষে ৫ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ৭২ রান।
নাসুমে দিশেহারা নিউজিল্যান্ড
প্রথম ওভারেই মেইডেনসহ উইকেট। দ্বিতীয় ওভারেও শিকার করতে ভুল করলেন না নাসুম আহমেদ। তৃতীয় ওভারে উইকেটশূন্য থাকার পর নিজের শেষ ও চতুর্থ ওভারে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য যমদূত হয়ে উঠলেন বাঁহাতি এই স্পিনার। টানা দুই বলে নিয়ে নিলেন দুই উইকেট।
সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য বোলিং করেছেন নাসুম। ৪ ওভারে মাত্র ১০ রান খরচায় ৪টি উইকেট নিয়েছেন তিনি। তার বোলিং তোপেই মূলত দিক হারিয়ে বসেছে নিউজিল্যান্ড। ১৩ ওভার শেষে ৫ উইকেটে ৫৭ রান তুলেছে কিউইরা। উইল ইয়াং ২১ ও টম ব্লান্ডেল ২ রানে ব্যাটিং করছেন।
আবারও নাসুমের ছোবল
প্রথম ওভারেই রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে দেন নাসুম আহমেদ। পরের ওভারে সাকিব আল হাসানের বিপক্ষে তেড়েফুঁরে ব্যাটিং শুরু করেন ফিন অ্যালেন। কিন্তু কিউই ওপেনারকে বেশি সময় টিকতে দেননি নাসুম। প্রথম ওভারে মেইডেনসহ উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার অ্যালেনকেও সাজঘর দেখিয়ে দিয়েছেন।
বরাবরের মতোই বাংলাদেশের স্পিনের বিপক্ষেই ধুঁকছে কিউইরা। ৪ ওভার শেষে ২ উইকেটে সফরকারীদের সংগ্রহ ১৭ রান। টম ল্যাথাম ৫ ও উইল ইয়াং ০ রানে ব্যাটিং করছেন।
প্রথম ওভারেই উইকেট এনে দিলেন নাসুম
সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে চতু্র্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। বাঁচা-মরার এই লড়াইয়ে ব্যাট হাতে শুরুটা ভালো হলো না তাদের। টস জিতে আগে ব্যাটিং নামা কিউইদের প্রথম ওভারেই বিপদে ফেললেন নাসুম আহমেদ।
বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে দিয়েছেন। উইকেটে এসেছেন অধিনায়ক টম ল্যাথাম। ২ ওভার শেষে ১ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ১০ রান। প্রথম ওভারে নাসুম কোনো রান না দিয়েই উইকেট নেন। পরের ওভার সাকিব আল হাসান খরচা করেন ১০ রান। ফিন অ্যালেন ৭ ও ল্যাথাম ৩ রানে ব্যাটিং করছেন।