ভারতের বিশ্বকাপ দলে চমক অশ্বিন, দলের অংশ ধোনি
১০ সেপ্টেম্বর টি-টোয়েন্টির বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন। এর দুদিন আগে দল ঘোষণা করেছে ভারত। সবাইকে চমকে দিয়ে দলে জায়গা দেওয়া হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। ডানহাতি এই স্পিনার সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন চার বছর আগে (২০১৭ সালের জুলাইয়ে)। জায়গা পাননি ওপেনার শিখর ধাওয়ান, যুজবেন্দ্র চাহালরা।
বুধবার রাতে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। রিজার্ভ হিসেবে চারজন ক্রিকেটারকে রাখা হয়েছে। এই দলের অংশ করা হয়েছে গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো মহেন্দ্র সিং ধোনিকে। ভারতের ইতিহাসের সফলতম অধিনায়ক মেন্টর হিসেবে বিশ্বকাপে ভারত দলের সঙ্গে থাকবেন।
বোর্ডের সেক্রেটারি জয় শাহর উদ্বৃতি দিয়ে বিসিসিআই একটি টুইট করেছে। যে টুইটে লেখা হয়েছে, 'সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দলের মেন্টরের দায়িত্বে থাকবেন- বিসিসিআই সেক্রেটারি জয় শাহ।'
আরেকটি টুইটে বিসিসিআই লিখেছে, 'এমন পুনর্মিলনির জন্যই আমরা অপেক্ষা করছিলাম। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দলে মেন্টর হয়ে ফিরছেন মহেন্দ্র সিং ধোনি। তাকে ফিরতে দেখে আপনি কতোটা রোমাঞ্চিত।'
অশ্বিনের দলে জায়গা পাওয়ার মতো ধোনির মেন্টর হওয়ার ব্যাপারটিও চমকপ্রদ। কারণ গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর ভারত দলের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তার। কিন্তু বিশ্বকাপের আগে ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ককে ঠিকই মনে করেছে বিসিসিআই।
আগামী ১৭ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। এই আসরটির আয়োজক হওয়ার কথা ছিল ভারতের। কিন্তু দেশটির করোনা পরিস্থিতির কারণে বিশ্বকাপ সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে। তবে প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ওমানে।
ভারতের বিশ্বকাপ দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্য কুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), ইশান কিষান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি।
রিজার্ভ: শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর ও দীপক চাহার।