লোকসানের বোঝা, ভারতে কারখানা বন্ধ করছে ফোর্ড
ভারতে উৎপাদন স্থগিত করার ঘোষণা করল আন্তর্জাতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড। বিপুল লোকসানের বোঝা, নিম্নমুখী চাহিদার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। গত বেশ কয়েক মাস ধরেই এ বিষয়ে বিভিন্ন বক্তব্য শোনা যাচ্ছিল। তবে, বাজার ধরে রাখতে তারা গাড়ি আমদানি করবে।
ফোর্ড ধীরে ধীরে ভারতে গুজরাটের সানন্দ এবং চেন্নাইয়ের মারাইমালাইয়ের কারখানায় উৎপাদন বন্ধ করে দেবে। পুরো প্রক্রিয়াটি শেষ হতে প্রায় এক বছর সময় লাগতে পারে।
ফোর্ড ইন্ডিয়ার প্রেসিডেন্ট ও এমডি অনুরাগ মেহরোত্রা বলেন, "বছরের পর বছর ধরে জমতে থাকা লোকসান এবং ভারতের গাড়ির বাজারে প্রত্যাশিত বৃদ্ধির অভাবের কারণে এই সিদ্ধান্ত।"
ভারতে গত ১০ বছরে ২০০ কোটি মার্কিন ডলারের লোকসান হয়েছে ফোর্ডের।
ধীরে ধীরে ফিগো, অ্যাসপায়ার, ইকোস্পোর্ট এবং এনডেয়াভর-এর মতো গাড়ি বিক্রি বন্ধ দেওয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। তবে দামি মাসল কার মাসট্যাঙ বা ম্যাক-ই ইলেকট্রিক গাড়ি বিক্রি করবে তারা। যুক্তরাষ্ট্র থেকে এগুলো আমদানি করা হবে।
তবে ভারতের ফোর্ড গাড়ির মালিকদের আপাতর চিন্তা নেই। প্রতিষ্ঠানটী সেলস পরবর্তী সার্ভিস আগের মতোই জারি রাখার নিশ্চয়তা দিয়েছে।