ভারতে সিএএবিরোধী বিক্ষোভে প্রকাশ্যে গুলি
ভারতের নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) বিরুদ্ধে নয়াদিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার বাইরে চলা বিক্ষোভে গুলি চালানো হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থী আহত হয়েছেন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার হাতে গুলিবিদ্ধ হওয়া শিক্ষার্থীকে স্থানীয় হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ওপর গুলি চালানো গোপাল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হাতে বন্দুক থাকা লোকটি বলছেন, "এই নে মুক্তি...হিন্দুস্তান জিন্দাবাদ...দিল্লি পুলিশ জিন্দাবাদ।" ওই সময় উপস্থিত ছিলেন দিল্লি পুলিশের সদস্যরা।
ভারতের অহিংস আন্দোলনের অবিসংবাদিত নেতা ও স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধীর ৭২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিল্লির রাজঘাটে সমাবেশের কথা ছিল জামিয়ার শিক্ষার্থীদের।
তাদের ওপর এমন সময়ে গুলি করা হলো, যার কয়েক দিন আগে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক সমাবেশে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর উপস্থিত জনতাকে গুলিতে উৎসাহিত করেছিলেন।
সোমবার অনুরাগ ঠাকুর তার সমাবেশে বারবার 'দেশের বিশ্বাসঘাতকদের' বলে স্লোগান দিচ্ছিলেন। তার জবাবে উপস্থিত জনতা বলছিলেন, 'গুলি মারো তাদের'।
ওই স্লোগানের জেরে অনুরাগের ওপর নিষেধাজ্ঞা দেয় ভারতের নির্বাচন কমিশন। পরবর্তী সময়ে তার ওপর আরও ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর জামিয়া ক্যাম্পাসে ঢুকে শত শত শিক্ষার্থীকে আহত করে পুলিশ। ওই সময় সহিংসতায় চারটি বাস, ১০০টি ব্যক্তিগত গাড়ি, পুলিশের ১০টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।