বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল নিউজিল্যান্ড
যেভাবে শুরু করেছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার, তাতে মনে হয়েছিল রান পাহাড় হবে। কিন্তু জোড়া আঘাতে দুই কিউই ওপেনারকে ফিরিয়ে রানের গতি কমিয়ে আনেন শরিফুল ইসলাম। বাকি বোলাররাও চেষ্টা চালিয়ে গেলেন প্রতিপক্ষকে অল্প রানে বাধার। এরপরও চ্যালেঞ্জিং সংগ্রহ গড়লো কিউইরা।
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের পঞ্চ ও শেষ টি-টোয়েন্টিতে ৫ উইকেটে ১৬১ রান তুলেছে নিউজিল্যান্ড। চলতি সিরিজে এটাই তাদের সর্বোচ্চ রানের ইনিংস।
এই রান তোলার পথে ব্যাট হাতে কিছুক্ষণের জন্য ঝড় তুলেছিলেন ফিন অ্যালেন। ডানহাতি এই ওপেনার ২৪ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪১ রান করেন। অধিনায়ক টম ল্যাথ্যাম ৩৭ বলে ২টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। এ ছাড়া রাচিন রবীন্দ্র ১৭ ও হেনরি নিকোলস ২২ রান করেন। কোল ম্যাকনকি ১৭ রানে অপরাজিত থাকেন।
২টি উইকেট নিলেও সবচেয়ে খরুচে ছিলেন শরিফুল ইসলাম, ৪ ওভারে ৪৮ রান দেন তিনি। এ ছাড়া একটি করে উইকেট নেন তাসকিন, নাসুম আহমেদ ও আফিফ হোসেন ধ্রুব।
তাসকিনের বলে সোহানের উড়ন্ত ক্যাচ
প্রথম দুই ওভারে দারুণ বোলিং করেন তাসকিন আহমেদ। সিরিজে প্রথমবারের মতো সুযোগ পাওয়া ডানহাতি এই পেসার দুই ওভারে মাত্র ৭ রান দেন। ইনিংসের ১৭তম ওভারে এসে উইকেট পেলেন তাসকিন। এখানে কৃতিত্ব থাকলো নুরুল হাসান সোহানেরও। দেশসেরা এই উইকেটরক্ষক ঝাঁপিয়ে অসাধারণ একটি ক্যাচ নেন, ফেরেন হেনরি নিকোলস।
নাসুমের ঝুলিতে আরেকটি উইকেট
চলতি সিরিজে নিউজিল্যান্ডকে ভালোই ভোগাচ্ছেন নাসুম আহমেদ। আগের চার ম্যাচে ৭ উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার আরেকটি উইকেট শিকার করলেন। পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে তার শিকার কলিন ডি গ্র্যান্ডহোম। ১৫ ওভার শেষে কিউইদের সংগ্রহ ৪ উইকেটে ১০৭ রান। অধিনায়ক টম ল্যাথাম ২১ ও হেনরি নিকোলস ১৩ রানে ব্যাটিং করছেন।
১৭ মাস পর আফিফের উইকেট
নামে অলরাউন্ডার, তবে সেভাবে বোলিং করা হয় না আফিফ হোসেন ধ্রুবর। ব্যাট হাতেই দলের হয়ে অবদান রাখেন। নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে হাত ঘোরানোর সুযোগ পেয়ে দীর্ঘ অপেক্ষার ইতি টানলেন ডানহাতি এই স্পিনার।
উইল ইয়াংকে ফিরিয়ে ১৭ মাস পর উইকেটের স্বাদ নিলেন তিনি। সর্বশেষ ২০২০ সালে মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে উইকেট পান আফিফ। ওই ম্যাচের পর টি-টোয়েন্টিতে আর বোলিং-ই করা হয়নি তার।
দারুণ শুরুর পর কিউইদের বিপদে ফেলেন শরিফুল ইসলাম। এক ওভারে দুই উইকেট নিয়ে সফরকারীদের দিশেহারা করে তোলেন। এরপর আঘান হানলেন আফিফ। ১০ ওভার শেষে ৩ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ৮১ রান। টম ল্যাথাম ৯ ও কলিন ডি গ্র্যান্ডহোম ৮ রানে ব্যাটিং করছেন।
এক ওভারে ১৯ দেওয়ার পর শরিফুলের জোড়া আঘাত
প্রথম ওভার করতে গিয়ে ঝড়ের মুখেই পড়তে হয় শরিফুল ইসলামকে। তরুণ এই পেসারের ওভার থেকে ১৯ রান তোলে নিউজিল্যান্ডের দুই ওপেনার। ফিন অ্যালেন মারেন ২টি চার ও একটি ছক্কা। সেই শরিফুলই দ্বিতীয় ওভারে কিউইদের পথ ভুলিয়ে দিলেন। সফরকারীদের দুই ওপেনারকেই ফিরিয়ে দিয়েছেন তিনি।
ইনিংসের ষষ্ঠ ওভারের চতুর্থ বলে রবীন্দ্র ফেরান শরিফুল। ১২ বলে ১৭ রান করে থামেন তিনি। ব্যাট হাতে ঝড় তোলা ফিন অ্যালেনকে এই ওভারের শেষ বলে বিদায় করেন শরিফুল। মাত্র ২৪ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪১ রান করা অ্যালেনের স্টাম্প উপড়ে নেন তিনি।
৬ ওভার শেষে ২ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫৮ রান। উইকেটে আছেন টম ল্যাথাম ও উইল ইয়াং।
নিউজিল্যান্ডের দাপুটে শুরু, শরিফুলের ওপর দিয়ে ঝড়
সিরিজ হার আগেই নিশ্চিত হয়েছে। পঞ্চম ও শেষ ওয়ানডেতে হারানোর কিছু নেই নিউজিল্যান্ডের। তাদের ব্যাটিংও সেটাই বলে দিচ্ছে। শুক্রবার মিরপুরে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্র।
৫ ওভার শেষে বিনা উইকেটে স্কোরকার্ডে ৪৭ রান যোগ করেছে সফরকারীরা। বরীন্দ্র দেখেশুনে খেললেও ফিন অ্যালেন ঝড় বইয়ে দিচ্ছেন। ডানহাতি এই ব্যাটসম্যান ২০ বলে ৩৪ রান তুলেছেন। রবীন্দ্র ৯ বলে ১৩ রান করে অপরাজিত আছেন।
চলতি সিরিজে এটাই কিউইদের সবচেয়ে ভালো শুরু। এই সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামা শরিফুল ইসলাম এক ওভারে খরচা করেছেন ১৯ রান। দুই ওভারে নাসুম আহমেদের খরচা ২১ রান।