ডিসেম্বরের মধ্যে ১০ কোটি মানুষ টিকা পাবে: স্বাস্থ্যসচিব
আগামী ডিসেম্বর মাসের মধ্যেই ১০ কোটি মানুষকে কোভিড-১৯ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।
শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল অডিটোরিয়ামে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের জানান, এরমধ্যে দেশে ২০ কোটি ডোজ টিকা এসে পৌঁছাবে।
স্বাস্থ্যসেবা অধিদপ্তর (ডিজিএইচএস) মুখপাত্র অধ্যাপক ডা মো নাজমুল ইসলাম জানিয়েছেন বাংলাদেশে মোট ৩,১৫,৯৭,৩২০ জন মানুষ কোভিডের টিকা পেয়েছে।
এরমধ্যে ১,১৭,৫৬,২৮ জন দুটি ডোজই পেয়েছে, একটি ডোজ পেয়েছে ১,৯৮,৪১,২৯২ জন।
আজই চীন থেকে সিনোফার্মের টিকার ৫৪ লাখ ডোজ ঢাকায় এসে পৌঁছায়।
এর আগে, গতকাল শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানান, আগামী নভেম্বর মাস পর্যন্ত প্রতি সপ্তাহে ৫০ লাখ করে করোনা ভাইরাসের টিকা আসবে।
ডিজিএইচএস সূত্র জানিয়েছে, ২০২২ সালের মধ্যে ১৩ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণে ইতোমধ্যে বিভিন্ন দেশ ও কোম্পানির সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছে।
কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে বাংলাদেশে এ পর্যন্ত আটটি কোভিড-১৯ টিকার অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কোভিড-১৯ টিকাগুলি হল মডার্না, জনসন অ্যান্ড জনসন, করোনাভ্যাক, ফাইজার, কোভিশিল্ড, স্পুটনিক ভি, অ্যাস্ট্রাজেনেকা এবং সিনোফার্ম।