বিয়ে করলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি
গাজীপুরের রাজনীতিক ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
গতকাল রাতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ফেসবুকে বিয়ের সংবাদ প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছেন মাহি।
বিয়ের কাবিননামায় স্বাক্ষর করার ছবি দিয়ে ফেসবুকে মাহি বলেন, "আজ ১৩ সেপ্টেম্বর ১২:০৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা সলেই গুজব ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।"
এর আগে এক ফেসবুক পোস্টে ১৩ সেপ্টেম্বর ভক্তদের সারপ্রাইজ দেওয়ার কথা জানিয়ে ফেসবুক স্ট্যাটাস দেন মাহি।
২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। চলতি বছরের মে মাসে ডিভোর্সের মধ্য দিয়ে তাদের সম্পর্কের অবসান ঘটে।