ইভিএমে আঙ্গুলের ছাপ মেলেনি সিইসির
ঢাকা সিটির নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে ভোট দিতে গিয়ে নিজেরই আঙ্গুলের ছাপ মেলেনি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার। তবে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ভোট দিয়েছেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার ঢাকা উত্তর সিটির ভোটার। শনিবার সকাল সোয়া এগারোটার দিকে উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দিতে যান।
আঙ্গুলের ছাপ না মেলায় জাতীয় পরিচয়পত্র দিয়ে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমার ফিঙ্গার প্রিন্ট ৮-৯ বছর আগের। ঘামে ভেজা থাকায় হয়তো মেলেনি, পরে এনআইডি দিয়ে ভোট দিয়েছি। অনেকেই এই সমস্যায় পড়তে পারেন। তবে ভোট না দিয়ে কেউ যাবেন না। আমাদের বিকল্প ব্যবস্থা আছে। বিকল্প ব্যবস্থায় ভোট দেয়া যাবে।”
নির্বাচনের বিষয়ে তিনি বলেন, “কোথাও থেকে আমার কাছে কোনো অভিযোগ নেই। আসার সময় টেলিভিশনে দেখলাম, ভোটাররা যাচ্ছে। ইভিএমের বিষয়ে মানুষের ইতিবাচক সাড়া আছে। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা বুঝে নিচ্ছে। বুঝে নিয়ে ভোট দিয়ে তারা খুশি।”
গোলযোগের বিষয়ে এক প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “এমন ভোট আমরা চাই না। আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছে তাদের প্রতি আমার নির্দেশ তারা এ জাতীয় পরিস্থিতি ঘটলে সাথে সাথে যাতে ব্যবস্থা নেয়। প্রার্থী, ভোটার, সমর্থকদের প্রতি আহ্বান, আমার অনুরোধ তারা যেন পরিবেশ-পরিস্থিতি শান্ত রাখেন। ভোটের স্বপক্ষে যে পরিবেশ সেটা যেন বিরাজ থাকে।”