‘পাকিস্তান, বাংলাদেশকে না বলা সহজ, ভারত হলে কেউ বলতো না’
পাকিস্তানে গিয়েও সিরিজ খেলেনি নিউজিল্যান্ড ক্রিকেট দল। নিরাপত্তা শঙ্কায় সিরিজ বাতিল করে দেশে ফিরে যায় কিউইরা। এর দুদিন পরই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দুঃসংবাদ দেয় ইংল্যান্ড। ক্রিকেটার ও কোচিং স্টাফদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিতে পাকিস্তান সফর বাতিলের ঘোষণা দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
নিউজিল্যান্ডের সফর বাতিলের পর এটা প্রত্যাশিত জানালেও কম ক্ষোভ ছাড়েননি পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা। তার দাবি, ক্রিকেটের ওয়েস্টার্ন ব্লক (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড) একজোট হয়ে পাকিস্তানকে বিপাকে ফেলছে। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান উসমান খাওয়াজাও এমনই মতামত দিলেন।
সফর বাতিলের পেছনে নিরাপত্তার কোনো কারণ আছে বলে মনে করেন না তিনি। অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ব্যাটসম্যানের মতে, পাকিস্তান ও বাংলাদেশের মতো দলকে না বলে দেওয়া সহজ। কিন্তু ভারত হলে তখন এটা হতো না।
খাওয়াজার জন্ম পাকিস্তানে। তবে ৫ বছর বয়সেই পরিবারের সঙ্গে সিডনিতে চলে যান তিনি। সেখানেই তার বেড়ে ওঠা। পরে জায়গা করে নেন অস্ট্রেলিয়া জাতীয় দলে। অজিদের হয়ে ৪৪ টেস্ট, ৪০ ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
পাকিস্তান ক্রিকেটের কঠিন সময়ে মুখ বুজে থাকতে পারেননি তিনি। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, 'আমি মনে করি খেলোয়াড় এবং সংস্থাগুলোর (ক্রিকেট বোর্ড) জন্য পাকিস্তানকে না বলাটা খুব সহজ, কারণ এটি পাকিস্তান। আমি মনে করি, একই ব্যাপার বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু ভারত যদি একই জায়গায় থাকে, তাহলে তাদের কেউ না বলবে না।'
'অর্থ (টাকা) কথা বলে, এটা আমরা সবাই জানি এবং এটি (পাকিস্তান সফর বাতিল) সম্ভবত এরই একটি বড় অংশ। পাকিস্তান তাদের টুর্নামেন্টের মাধ্যমে বারবার প্রমাণ করছে যে, তারা ক্রিকেট খেলার জন্য নিরাপদ জায়গা। আমি মনে করি, আমাদের না যাওয়ার কোনো কারণ আছে।' যোগ করেন তিনি।
পাকিস্তানের নিরাপত্তা প্রসঙ্গে খাওয়াজা বলেন, 'অনেক নিরাপত্তা সেখানে, কঠিন নিরাপত্তা। সেখানে মানুষের নিরাপদ বোধ করা ছাড়া আর কিছু আমি শুনিনি। এমনকি পিএসএল চলাকালীন ছেলেদের সঙ্গে কথা বলার সময় জিজ্ঞাসা করলে এটা কেমন ছিল, তারা আমাকে একই কথা বলে যে, "১০ বছর আগে হয়তো না, কিন্তু এখন শতভাগ (নিরাপদ)"।'