একই গাড়িতে থাকলেও বেঁচে গেছে সাইমন্ডসের দুই কুকুর
মাত্র ৪৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেনও অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস। শনিবার রাতে গাড়ি দুর্ঘটনায় মারা যান কিংবদন্তি এই অজি অলরাউন্ডার। কীভাবে তার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে, সেটা এখনও রহস্য। তবে একই গাড়িতে থাকা সাইমন্ডসের পোষা দুটি কুকু প্রাণে বেঁচে গেছে।
শনিবার রাতে কুইন্সল্যান্ডের টাউন্সভিলের রাস্তা দিয়ে যাওয়ার সময় সাইমন্ডসের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি অ্যালিস রিভার ব্রিজ থেকে বাঁ দিকে যাওয়ার সময় উল্টে যায়। এ সময় গাড়িতে ছিল সাইমন্ডসের দুই কুকুর।
দুর্ঘটনার মিনিট দুয়েক পর সাইমন্ডসের গাড়িটি দেখতে পান এক প্রত্যক্ষদর্শী। দ্য কুরিয়ার মেইলকে তিনি বলেছেন, 'দুই কুকুরের মধ্যে একটি খুবই সংবেদনশীল ছিল। সেই কুকুরটি সাইমন্ডসকে রেখে কোথাও যেতে চাচ্ছিল না। আমরা যতোবার সাইমন্ডসের কাছে যাওয়ার চেষ্টা করেছি, ততোবার কুকুরটি গর্জে উঠছিল। আমার সঙ্গী তার পিঠে করে সাইমন্ডসকে গাড়ি থেকে বের করে আনার চেষ্টা করে।'
ওই সময়ে সাইমন্ডসকে তারা কীভাবে পেয়েছেন, সেটা বর্ণনা করে তিনি আরও বলেন, 'সে অজ্ঞান ছিল, কোনো সাড়া দিচ্ছিল না, তার স্পন্দন পাওয়া চাচ্ছিল না।' জরুরী সেবা দেওয়ার কাজে নিয়োজিত কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাইমন্ডসকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও তাকে আর বাঁচানো যায়নি।
অস্ট্রেলিয়ার হয়ে দুটি বিশ্বকাপ জেতা সাইমন্ডস স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার শোকস্তব্ধ স্ত্রী লরা বলেছেন, 'আমরা এখনও হতবিহবল। আমি শুধু আমার দুই সন্তানের কথা ভাবছি। সে (সাইমন্ডস) বড় মানুষ ছিলো। সন্তানরা ওর বাবার মতোই অনেক কিছু পেয়েছে।'