সমালোচকদের কাছ থেকে ফাইভ স্টার রিভিউ পেল ‘নো টাইম টু ডাই’
বিদায়বেলায় সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন 'জেমস বন্ড'খ্যাত অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। তার অভিনীত পঞ্চম ও শেষ বন্ড চলচ্চিত্র 'নো টাইম টু ডাই'কে ইতোমধ্যেই ফাইভ স্টার রিভিউ দিয়েছেন একাধিক সিনেমাবোদ্ধা।
মঙ্গলবার লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে 'নো টাইম টু ডাই'য়ের প্রিমিয়ার হয়।
ক্রেইগের শেষ বন্ড চলচ্চিত্রকে ফাইভ স্টার রিভিউ দিয়েছেন 'দ্য টাইমসে'র কেভিন মাহের। রিভিউতে তিনি বলেন, 'এটা ভালোর চেয়েও বেশি কিছু। এ এক দুর্দান্ত সিনেমা। ছবির ওপেনিং ফ্রেম থেকে ধরে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ক্রেইগ তার ক্যারিশমা দেখিয়েছেন। চমৎকার, অসাধারণ স্টাইল দেখা গেছে তার মধ্যে।'
ক্রেইগকে ভূয়সী প্রশংসায় ভাসালেও কেউ কেউ অবশ্য ছবিটির দৈর্ঘ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, এটি ১৩৬ মিনিট লম্বা করার কোনো দরকার ছিল না।
'দ্য গার্ডিয়ানে'র পিটার ব্র্যাডশও ছবিটিকে ফাইভ স্টার রিভিউ দিয়েছেন। তিনি 'নো টাইম টু ডাই'কে 'এপিক বার্নস্টরমার' বলে উল্লেখ করেন; যেখানে অ্যাকশন, ড্রামা, উদ্দীপনা, ক্যাম্প কমেডি, হৃদয়ভঙ্গ, ভয়াবহতা ও অদ্ভুত-বোকা বোকা পুরনো আমলের অ্যাকশন সবকিছুই আছে।
তিনি আরও বলেন, 'এটা অবশ্যই অদ্ভুত-হাস্যকর এবং জটিলতার সংমিশ্রণে তৈরি একটা ছবি; যার মধ্যে আপনার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো বিশাল প্লট রয়েছে।' এই বন্ড চলচ্চিত্রকে 'অত্যন্ত উপভোগ্য ও দর্শনীয়' বলে মন্তব্যের ইতি টেনেছেন ব্র্যাডশ।
এদিকে 'টাইম' ম্যাগাজিনের স্টেফানি জাকারেক সিনেমাটি নিয়ে বেশ ইতিবাচক মনোভাব প্রকাশ করলেও দৈর্ঘ্য বাড়ানো নিয়ে বেশ নাখোশ।
'ছবিটি ২ ঘণ্টা ৪৩ মিনিট লম্বা! এটা সত্যিই অনেক লম্বা। অপ্রয়োজনীয় অনেক জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এই ছবিতেই আমি সিরিজের ইতিহাসের সবচেয়ে নীরস এক ভিলেনকে (রামি মালেক অভিনীত) দেখলাম!'
"তবে সেসব বাদ দিন। 'নো টাইম টু ডাই'-এ কিছু খুঁত থাকা সত্ত্বেও এই ছবির বন্ড (ক্রেইগ) আমার চোখে 'সেরা বন্ড' এবং তিনি তার কাজটা শতভাগ ফুটিয়ে তুলেছেন," যোগ করেন ওই সমালোচক।
তবে 'দ্য ইন্ডিপেনডেন্টে'র ক্লারিস লাফ্রে কিন্তু ছবিটি নিয়ে বেশ হতাশ। তার ভাষ্যে, 'ক্যারি ফুকুনাগা স্রেফ একটা আপাদমস্তক অ্যাকশন ছবি তৈরি করেছেন। এটা আসলে বন্ড সিনেমা নামে কলঙ্ক! ছবিটা দেখলেই কেমন অদ্ভুত একটা অ্যান্টি-সিনেম্যাটিক অনুভূতি আসে!'
ক্লারিস 'নো টাইম টু ডাই'কে 'জেনেরিক স্পাই ননসেন্স' বলে আখ্যা দিয়েছেন।
ক্লারিসের মতো আরও দু'চারজন সমালোচকও নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন; তবে ক্রেইগের প্রশংসার পাল্লাটাই যেন ভারি!
একাধিক রিভিউতে সিনেমার নতুন চরিত্রগুলোরও প্রশংসা করা হয়েছে। 'নেক্সট বেস্ট পিকচারসে'র জশ পারহাম নতুন এজেন্ট লাশানা লিঞ্চের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, 'ছবিতে আসল চমক দেখিয়েছেন লাশানা। তিনি নিজেকে অবিশ্বাস্যরকম সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।'
বুধবার আরও জানা যায়, আগামী এপ্রিল থেকে ব্রডওয়েতে শেক্সপিয়রের বিখ্যাত 'ম্যাকবেথ' চরিত্রে অভিনয় করবেন ড্যানিয়েল ক্রেইগ। লেডি ম্যাকবেথ হিসেবে থাকবেন রুথ নাগা।
-
সূত্র: বিবিসি