প্রথম প্রেমের স্মৃতিকাতর সোনাক্ষী!
'দাবাং' গার্ল সোনাক্ষী সিনহা দিলেন তার গোপন প্রেমের খোঁজ। জানালেন, প্রথমবার কবে প্রেমে পড়েছিলেন।
টিনেজ প্রেম, অর্থাৎ ২০-র কোঠাতেই মন দিয়েছিলেন শত্রুঘ্ন সিনহার কন্যা। এমনকি বিয়ে নিয়ে পরিবারের তরফে কী মতামত, তাও জানালেন এক সাক্ষাৎকারে!
সোনাক্ষী জানালেন প্রথমবার প্রেমে পড়েছিলেন স্কুলে থাকার সময়। যদিও এটাকে সিরিয়াস প্রেমের আখ্যা দিতে একেবারেই রাজি নন এই বলিউড তারকা। তার মতে, স্কুল শেষ হয়ে যাওয়ার পর 'ওকে বাই' বলে চলে এসেছিলেন। আর 'সিরিয়াস' প্রেম হয় অনেকদিন পর!
২১-২২ বছর নাগাদ যে সম্পর্কে তিনি জড়িয়েছিলেন, সেটাই তার জীবনের প্রথম সিরিয়াস প্রেম ছিল বলে জানান সোনাক্ষী। কত বছর সে সম্পর্ক টিকেছিল, জানতে চাওয়া হলে নায়িকার উত্তর, ৫-৬ বছর।
সোনাক্ষী আরও বলেন, 'সম্পর্কের থেকে শিক্ষা নেওয়া এবং মুভ অন করে যাওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটা মানুষ একে-অপরের চেয়ে আলাদা। প্রত্যেকের চিন্তা-ভাবনা আলাদা। এমন কাউকে খুঁজে বের করতে হবে, যে তোমাকে সহ্য করবে। আমি আসলে অনেক কিছু শিখেছি। অনেক ছোট বয়সে প্রেমে পড়েছিলাম। তুমি যত বড় হও, তোমার চিন্তাভাবনা বদলায়। তোমার পছন্দও বদলায়। আমি কাজ শুরু করলাম। নতুন নতুন মানুষের সঙ্গে মেশা শুরু করলাম। তাদের কাছ থেকেও অনেক কিছু শিখেছি। আর সব কিছু মিলিয়ে একজন মানুষ হিসেবে আমার মধ্যে অনেকটা পরিবর্তন এসেছে।'
'আসলে তোমার এটা করা উচিত বা এটা করা উচিত না বলে কিছু হয় না। তুমি যেমন তেমনই থাকো, তোমার জন্য যে ঠিক তাকে খুঁজে বের করো,' যোগ করেন তিনি।
চলতি বছরের জুন মাসে ৩৪ বছরে পা দিয়েছেন অভিনেত্রী। বাড়ি থেকে বিয়ের কথা বলে কি না জানতে চাওয়া হলে সোনাক্ষী জানান, তিনি মজা করে বাবাকে বলেন সারা জীবন অবিবাহিত থাকবেন, আর এই বাড়িতেই থাকবেন। যদিও মা পূণম সিনহা মাঝে মাঝেই তাকে বিয়ের কথা বলেন। এমনকি, বিয়ে নিয়ে ভাবার জন্য জোর দেন। তবে, চোখ কটমট করে থামিয় দেন মাকে!
অভিনেত্রী জানান, তার পরিবার জানে তিনি যখন বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত হবেন, তখনই সেটা নিয়ে ভাববেন। তাই তাকে কেউ জোর করবে না কখনোই!