প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি গ্রেপ্তার
প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ (৫ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নিউটন দাশ বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কাছে নিশ্চিত করেন।
তিনি বলেন, "প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে এরেস্ট ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্টে রাজধানীর গুলশানের বাসা থেকে আজ সকালে তাকে গ্রেপ্তার করা হয়"।
"আব্দুর রহমানকে শীঘ্রই আদালতে হাজির করা হবে। আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ এবং তদন্তের জন্য রিমান্ডের আবেদন করব", যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।