‘স্কুইড গেমে’র ফোনকল বিড়ম্বনায় সিরিজের দৃশ্যের নম্বর এডিট করল নেটফ্লিক্স
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/10/08/6000.jpg)
নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ 'স্কুইড গেম' একটি নম্বর দেখে ওই কম্বিশনের নম্বরগুলোয় কল দেওয়া শুরু করেন হাজারও দর্শক। এর প্রেক্ষিতেই নম্বরটি এডিট করেছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ।
অনেক দর্শক তো কল করে সিরিজটির 'লাইফ অর ডেথ' গেমস খেলারও আমন্ত্রণ জানান নম্বর ব্যবহারকারীকে!
গত মাসে সম্প্রচারের পর থেকেই দক্ষিণ কোরিয়ান এ ড্রামা ৯০টি দেশের টপ চার্টে রয়েছে। খুব শিগগিরই নেটফ্লিক্সের সবচেয়ে বেশিবার দেখা সিরিজ হতে চলেছে এটি।
সিরিজটির গল্পে কোটি কোটি ডলার মূল্যের পুরস্কার জিতে নেওয়ার খেলায় অংশগ্রহণকারীদের একটি নম্বরে কল দিতে হয়। একটি বিজনেস কার্ডে সাংকেতিক চিহ্নে নম্বরটি লেখা থাকে।
এসব ক্ষেত্রে সাধারণত বানোয়াট নম্বরই ব্যবহার করা হয়। এক্ষেত্রে কার্ডের সাংকেতিক ভাষার আট ডিজিটের নম্বরের আগে দেশটির মোবাইল নম্বরের স্ট্যান্ডার্ড প্রেফিক্স ০১০ জুড়ে দেওয়ার পরই দেখা গেল, এটি একটি সচল নম্বর।
ওই নম্বরে হাজার হাজার কল ও মেসেজ পেয়ে ওই নারীর পরিস্থিতি এমন হয় যে, তিনি বলছিলেন, স্বাভাবিক জীবনযাপনই তার জন্য কঠিন হয়ে পড়েছে।
'আমি ১০ বছর ধরে নম্বরটি ব্যবহার করি। চার হাজারের মতো নম্বর মোবাইল থেকে ডিলিট করতে হয়েছে আমাকে,' দক্ষিণ কোরিয়ান গণমাধ্যম মানি টুডে-কে বলছিলেন ওই নারী।
'আমি প্রথমে এর কারণও বুঝতে পারছিলাম না। পরে যখন বন্ধুদের জানালে, ওরা স্কুইড গেমের বিষয়টি আমাকে বলার পরেই বুঝতে পারি।'
এদিকে, এক আনুষ্ঠানিক বিবৃতিতে ভক্তদের প্র্যাঙ্ক কল ও মেসেজ না দেওয়ার অনুরোধ জানিয়েছে নেটফ্লিক্স।
'প্রোডাকশন কোম্পানির সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি আমরা। যেসব দৃশ্যে ফোন নম্বর দেখা যাচ্ছে, সেগুলোও এডিট করা হবে।'
অন্যদিকে, নিজের পেশার প্রয়োজনে তার নম্বরটি পরিবর্তন করা সম্ভব না বলে জানিয়েছেন ওই নারী। অবশ্য, তাকে ৫০ লাখ কোরিয়ান ওন ক্ষতিপূরণ দিতে চাইলে তিনি তা প্রত্যাখ্যান করেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি নেটফ্লিক্স।
পরে আট ডিজিটের ওই নম্বরের বদলে ছয় ডিজিটের একটি নম্বর দেখা গেছে সিরিজটির দৃশ্যে।
-
সূত্র: দ্য গার্ডিয়ান