'স্কুইড গেম' পরাজিত মানুষের গল্প
নেটফ্লিক্সের রেকর্ড ব্রেকিং হিট সিরিজ হিসেবে 'স্কুইড গেমস'-এর নাম এখন সবার মুখে মুখে। দড়ি টানাটানির মতো শিশুদের খেলা কিংবা লাল বাতি ও সবুজ বাতির যে একেবারে ভিন্ন কোনো অর্থ হতে পারে, এবার সেটিই জানালেন সিরিজের পরিচালক হোয়াং দং-হিউক।
হোয়াং জানান, দক্ষিণ কোরিয়ায় নিজের বাল্যকালের স্মৃতির একটি অংশ হিসেবে এই সিরিজ নির্মাণ করেছেন তিনি। সংবাদ মাধ্যম সিএনএনকে তিনি বলেন, "ছোটবেলায় আমরা সবাই কমবেশি এই খেলাগুলো খেলেছি।"
বাল্যকালে হোয়াং যেসব খেলা খেলেছেন, তার মধ্যে একটি ছিল 'স্কুইড গেম'। দলবদ্ধ হয়ে এই খেলাটি খেলতে হতো তাদের, যেখানে দলের আক্রমণকারীরা স্কুইড আকৃতির একটি সরু জায়গার মধ্য দিয়ে যেতে চাইতো এবং বিপক্ষ দলের ডিফেন্ডাররা তাদের আটকানোর চেষ্টা করতো।
হোয়াংয়ের ভাষ্যে, "এই খেলাটা খেলতে শারীরিকভাবে শক্ত-সামর্থ্য হতে হতো। প্রতিবার যখনই আমরা এটা খেলতাম, হয় কেউ না কেউ আহত হতো কিংবা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতো। তাই স্কুইড গেমই ছিল দিনের সর্বশেষ খেলা।"
"বড় হওয়ার পর আমার মনে প্রশ্ন জাগে, আবারও যদি সেই পুরনো দিনে ফিরে যাওয়া যায় এবং শৈশবের খেলাগুলো খেলা যায়, তাহলে কেমন হবে? এই চিন্তা থেকেই পুরো সিরিজটা বানানো", আরও জানালেন পরিচালক।
গেল সেপ্টেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিরিজ 'স্কুইড গেম' একদল ঋণে জর্জরিত মানুষের গল্প। কিন্তু জীবনের পথে ঘুরে দাঁড়াতে সবাই মরিয়া। আর এই খেলাই হলো তাদের সাফল্যের চাবিকাঠি। খেলায় জিততে পারলে তারা পাবে বিপুল অংকের টাকা, হেরে গেলে অপেক্ষা করছে করুণ পরিণতি!
ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৯০ টি দেশের নেটফ্লিক্স র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছে 'স্কুইড গেম'।
হোয়াং মনে করেন, এই সিরিজের কাহিনী আসলে বর্তমানের প্রতিযোগিতামূলক সমাজের প্রতিচ্ছবি। "এটা পরাজিতদের গল্প, যারা দৈনন্দিন জীবনে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে সংগ্রাম করে চলেছে, যারা কিনা বিজয়ীদের চাইতে অনেক পিছিয়ে।
স্কুইড গেম একটি ব্যক্তিগত গল্পও বটে! পরিচালক সিরিজের দুই প্রধান চরিত্র, সিওং জি-হুন এবং চো সাং-উ এর নামকরণ করেছেন তার শৈশবের দুই বন্ধুর নাম অনুসারে। এই বন্ধুদ্বয়কে নিজেরই 'অবিকল রূপ' বলে আখ্যা দিয়েছেন হোয়াং।
"তারা আমারই দুটি দিককে তুলে ধরে। জি-হুনকে যেমনটা দেখা যায় সিরিজে, তেমনি আমিও সাংমুন-দং এলাকায় সিঙ্গেল মায়ের কাছে বেড়ে উঠেছি, আর্থিক সংকট ছিল আমাদের সঙ্গী। একই সময়ে সাং-উ'র মতো আমিও সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে গিয়েছি এবং সারা জীবন আমার প্রতিবেশিরাও আমার খুব প্রশংসা করেছে। আমাকে নিয়ে বেশ উচ্চাশা ছিল তাদের", বলেন হোয়াং।
তবে 'স্কুইড গেম' নির্মাণ কাজ শেষ করা ছিল হোয়াংয়ের জন্য এক চরম অভিজ্ঞতা। সিরিজের শুটিংয়ের সময় দুশ্চিন্তার কারণে নিজের ছয়টি দাঁত হারিয়েছেন হোয়াং! তবুও দ্বিতীয় সিজন নির্মাণের আশা ছেড়ে দেননি তিনি।
হোয়াং বলেন, "একা একটা সিরিজ লেখা, প্রযোজনা ও পরিচালনা করা একটা বিশাল কাজ। যখন আমার মনে পড়ে, একই কাজ আমাকে দ্বিতীয় সিজনের জন্যও করতে হবে, তখন কিছুটা চিন্তা হয় অবশ্য! কিন্তু এই সিরিজ নিয়ে এত মানুষ এত আগ্রহী, তখন আবারও নতুনভাবে এগিয়ে যেতে ইচ্ছা করে।"
- সূত্র: সিএনএন