ইনস্টাগ্রামে নতুন গান ‘ইজি অন মি’র নমুনা প্রকাশ করলেন অ্যাডেল
ব্রিটিশ গায়িকা অ্যাডেল তার নতুন গানের আরেক ঝলক প্রকাশ করলেন! শনিবার ৩৩ বছর বয়সী এই তারকা ইনস্টাগ্রামে 'ইজি অন মি' গানের একটি অংশবিশেষ প্রকাশ করেন।
একইসঙ্গে সমকালীন কিছু কণ্ঠশিল্পীকে নিয়েও কথা বলেন তিনি।
অ্যাডেল বলেন, 'টেইলর সুইফট আমার পছন্দের; দোজা ক্যাটও।' অন্যদিকে, 'ওয়ান ডিরেকশন' ব্যান্ডের প্রাক্তন সদস্য হ্যারি স্টাইল প্রসঙ্গে বলেন, 'হ্যারিকে আমি চিনি। দারুণ তিনি। খুবই আদুরে ছেলে।'
অ্যাডেলের নতুন অ্যালবাম প্রকাশ পাওয়ার কথা রয়েছে আগামী ১৫ অক্টোবর। সেই অ্যালবামেই থাকছে 'ইজি অন মি' গানটি। তবে অ্যালবামের নাম এখনো প্রকাশ করেননি গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী এই গায়িকা।
-
সূত্র: ইটি অনলাইন