শ্রমের ওপর কাজ করে অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের তিন অধ্যাপকের নোবেল জয়
অর্থনীতিতে এ বছর নোবেল পেলেন কানাডিয়ান অর্থনীতিবিদ ডেভিড কার্ড, আমেরিকান অর্থনীতিবিদ জসুয়া ডি. অ্যাংগ্রিস্ট ও ডাচ-আমেরিকান অর্থনীতিবিদ গুইডো ডব্লিউ. ইমবেন্স। তারা প্রত্যেকেই যুক্তরাষ্ট্রে অধ্যাপনা করছেন।
সোমবার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে নোবেল কমিটি এ তথ্য প্রকাশ করে।
এবারের অর্থনীতিতে নোবেলের প্রাইজমানি দুই ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে 'শ্রম-অর্থনীতিতে গবেষণামূলক অবদানের জন্য' অর্ধেকাংশ পাবেন কার্ড এবং 'কারণগত সম্পর্ক (কজুয়াল রিলেশনশিপ) বিশ্লেষণে পদ্ধতিগত অবদান রাখার জন্য' যৌথভাবে বাকি অর্ধেকাংশ পাবেন জসুয়া ও গুইডো।
ডেভিড কার্ডের জন্ম ১৯৫৬ সালে, কানাডার গেলফ শহরে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় কর্মরত।
জসুয়া ডি. অ্যাংগ্রিস্টের জন্ম যুক্তরাষ্ট্রের ওহাইওতে; ১৯৬০ সালে। তিনি এখন নিজ দেশের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) কর্মরত।
অন্যদিকে, গুইডো ডব্লিউ. ইমবেন্সের জন্ম নেদারল্যান্ডসের এইন্ডহোভেনে। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে কর্মরত।
বলে রাখা ভালো, মূল নোবেল পুরস্কারের সরাসরি অংশ না হলেও অর্থনীতিতে নোবেল পুরস্কার রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সই দিয়ে থাকে। আনুষ্ঠানিকভাবে এ পুরস্কারের নাম, 'আলফ্রেড নোবেল স্মৃতি রক্ষার্থে অর্থনীতিতে ভেরিজ রিক্সব্যাংক পুরস্কার'। ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক 'ভেরিজ রিক্সব্যাংক' এটির প্রবর্তন করে। এটিকে অর্থনীতির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসাবে গণ্য করা হয়।