আজ শ্রীলঙ্কার বিপক্ষে খেলছেন না মাহমুদউল্লাহ
ওমান 'এ' দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে সংযুক্ত আরব আমিরাতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। একদিনের কোয়ারেন্টিনের পর আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। এই ম্যাচটি খেলছেন না টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। পিঠে সামান্য ব্যথ্য অনুভব করায় সতর্কতার অংশ হিসেবে অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রামে রাখা হচ্ছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। আবু ধাবির টলারেন্স ওভালে আজ রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। ওমান দলের 'এ' বিপক্ষে ম্যাচটি না খেলা মাহমুদউল্লাহ এই ম্যাচেও খেলবেন না।
মাহমুদউল্লাহর বিশ্রামে থাকার বিষয়টি আগেই জানিয়েছিলেন দলের সঙ্গে আরব আমিরাত যাওয়া বিসিবির নির্বাচক হাবিবুল বাশার। তিনি বলেছিলেন, 'চোট নিয়ে খুব বেশি দুশ্চিন্তা নেই। মাহমুদউল্লাহর হালকা পিঠের ব্যথা আছে। মূল খেলা শুরু হলে খুব একটা বিশ্রামের সুযোগ নেই। একের পর এক ম্যাচ আছে। যে কারণে আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না। ওকে হয়তো কালকের ম্যাচেও বিশ্রাম দেওয়া হবে। যেহেতু অভিজ্ঞ ক্রিকেটার, তাকে একটু বিশ্রাম দিয়ে ম্যাচের আগে প্রস্তুত করার চেষ্টা করব।'
ম্যাচের দিন মাহমুদউল্লাহর না খেলার বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির সিনিয়র মিডিয়া ম্যনেজার রাবীদ ইমাম। তিনি জানিয়েছেন, সতর্কতার অংশ হিসেবেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলছেন না মাহমুদউল্লাহ। তবে চোট নিয়ে দুশ্চিন্তা নেই।
প্রথম প্রস্তুতি ম্যাচ শেষে একদিন বিরতি দিয়ে ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি প্রস্তুতি ম্যাচ শেষে ১৫ অক্টোবর আবারও ওমান ফিরবে বাংলাদেশ। ১৬ অক্টোবর অনুশীলনের পর ১৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ।