কনসার্টে নেচে-গেয়ে ভক্তদের মন মাতালেন গ্রেটা
পরিবেশ আর জলবায়ু সংকট নিয়ে কথা বলতে সব সময়ই এগিয়ে থেকেছেন সুইডেনের অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ।
এবার জানা গেল, নিজের বক্তব্য গানে গানে তুলে ধরতেও জুড়ি নেই এই গ্রিন ক্যাম্পেইনারের।
জলবায়ু বিপর্যয়ের প্রভাব তুলে ধরতে গত শনিবার বিশ্বব্যাপী কনসার্ট আয়োজনের একটি সিরিজ শুরু করেছেন গ্রেটা। সে কনসার্টেরই মঞ্চে রিক অ্যাস্টলির আশির দশকের সুপারহিট গান 'নেভার গোনা গিভ ইউ আপ' গেয়েছেন তিনি। অনলাইনে গ্রেটার গানের তালে নেচে ওঠার সেই ভিডিও পোস্ট করতেই হয়ে গেছে 'ভাইরাল'।
স্টকহোমে গানটিতে পারফর্মের সময় গ্রেটার সাথে মঞ্চ ভাগাভাগি করেছেন বিশ্বজুড়ে স্কুল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত জলবায়ু বিষয়ক আন্দোলন 'ফ্রাইডেস ফর ফিউচার' এর সহযোগী আন্দ্রেয়াস ম্যাগনুসন।
স্কটল্যান্ডের গ্লাসগোতে আগামী নভেম্বরে শুরু হতে যাচ্ছে জলবায়ু সম্মেলন কপ-২৬। ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু বিষয়ক বৈঠকের পর এটিই সবচেয়ে বড় জলবায়ু সম্মেলন হতে যাচ্ছে।
জলবায়ু নিয়ে সচেতনতা সৃষ্টি এবং কপ-২৬ এ বিশ্বনেতাদের উপর চাপ তৈরীর লক্ষ্যে ক্লাইমেট লাইভ-২০২১ নামে ১৯টি বৈশ্বিক কনসার্টের আয়োজন করা হচ্ছে। সেটিরই প্রথম ইভেন্ট ছিল গত শনিবার।
এছাড়াও বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের পরিবর্তে 'ফাঁকা বুলি এবং প্রতিশ্রুতি' দেওয়ার অভিযোগে সম্প্রতি ব্রিটেন এবং অন্যান্য দেশকে ভৎসর্না করেছেন গ্রেটা।
১৮ বছর বয়সী তরুণ এই অধিকারকর্মীর পারফরম্যান্সের ভিডিওটি টুইটারে অ্যাস্টলি নিজেই শেয়ার করেছেন; প্রশংসায় ভাসিয়েছেন তিনি গ্রেটাকে।
- সূত্র- ডেইলি মেইল