যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে
ময়মনসিংহের দুই উপজেলায় তাদের জন্ম, বেড়ে ওঠা। যমজ হওয়ায় গায়ের রং, রুচির অনেক মিল। নিজেদের এ সাদৃশ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে তারা বিয়েও করলেন যমজ যুগলকে।
শুক্রবার ব্যতিক্রমী এ ঘটনার সাক্ষী হয়েছে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের শালিয়াকান্দা গ্রাম।
এদিন শালিয়াকান্দায় যমজ বোন তৃণা আক্তার ও তৃষা আক্তারদের বাড়িতে তাদের সঙ্গে বিয়ে হয় যমজ ভাই লিমন সরকার ও রিপন সরকারের।
তৃণা ও তৃষা শালিয়াকান্দা গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। আর লিমন ও রিপন তারাকান্দা উপজেলার কাকনী গ্রামের রেজাউল করিম হাদীর ছেলে।
বিয়ের পরদিন শনিবার বউভাত হয় বরদের বাড়িতে। এ দুটি অনুষ্ঠানেই ভিড় ছিল উৎসুক বিপুলসংখ্যক মানুষের।
যমজ কনে বাছাইয়ের বিষয়ে লিমন ও রিপনের বাবা রেজাউল করিম হাদী জানান, এক আত্মীয়ের মাধ্যমে ছেলেদের জন্য যমজ পাত্রীর সন্ধান পান তিনি। এরপর খোঁজখবর নিয়ে পাত্রীদের পরিবারের কাছে প্রস্তাব পাঠান। একপর্যায়ে আলাপ-আলোচনায় বিয়ের দিন ঠিক হয়।
কনেদের বাবা হাবিবুর রহমান জানান, বিয়ের প্রস্তাব পাওয়ার পর মেয়েদের সঙ্গে কথা বলেন তিনি। তারা সম্মতি দেওয়ায় বিয়ে সম্পন্ন হয়েছে। দাওয়াত ছাড়াও অনেকেই এসেছেন বর-কনেদের একসঙ্গে দেখতে।
স্থানীয় ব্যবসায়ী নাজিম উদ্দিন মজা করে বলেন, ‘‘ফুলপুর আর তারাকান্দা দুটি আলাদা উপজেলা। তবে সংসদীয় আসন একটিই। যেখানে দুই উপজেলা নিয়ে একটি সংসদীয় আসন, সেখানে দুই যমজের বিয়ে অতিমাত্রায় কাকতালীয়।’’