‘মজা করে’ আরিয়ানকে গাঁজা যোগাড় করে দিতে রাজি হয়েছিলেন অনন্যা: চাঙ্কি পান্ডে-কন্যার স্বীকারোক্তি!
বলিউডের দুই স্টার কিড, চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে এবং শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে তদন্ত শুরু করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সেখানে তারা গাঁজা নিয়ে কথা বলেছিলেন।
সম্প্রতি, ইন্ডিয়া টুডে'তে প্রকাশিত এক রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।
এনসিবি সূত্রে ইন্ডিয়া টুডে'র কাছে খবর, আরিয়ান ও অনন্যার চ্যাটে এক জায়গায় দেখা যায় দুজনে গাঁজা নিয়ে কথা বলছেন। তারপর অনন্যার কাছে আরিয়ান জানতে চান, তিনি গাঁজা যোগাড় করে দিতে পারবেন কি না! যার উত্তরে অনন্যা জানান, 'হ্যাঁ আমি যোগাড় করে দেব।'
ওই চ্যাট যখন অনন্যাকে দেখান এনসিবি কর্তারা, তখন অভিনেত্রীর উত্তর, 'আমি মজা করছিলাম।'
আরও পড়ুন: স্টার কিড অনন্যা পান্ডের বাড়িতে তল্লাশি, জেরার জন্য তলব: আরিয়ানের সঙ্গে সংযোগ?
বুধবারই আদালতকে এনসিবি জানিয়েছিল, এক উঠতি নায়িকার সঙ্গে হোয়াটসঅ্যাপে মাদক নিয়ে কথা বলতেন আরিয়ান। তার পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার তল্লাশি চালানো হয় অনন্যার বাড়িতে। জেরার জন্য এনসিবি দপ্তরে হাজির হওয়ার সমনও ধরানো হয়। যদিও সেদিন জিজ্ঞাসাবাদ শেষ না হওয়ায়, আজ (শুক্রবার) ফের একবার অনন্যাকে ডেকেছে এনসিবি। সকাল ১১টায় এনসিবি অফিসে যাওয়ার কথা থাকলেও দুটোর সময়ও তাকে দেখা যায়নি সে চত্বরে।
আরিয়ানের বোন, শাহরুখ-কন্যা সুহানার কাছের বন্ধু অনন্যা। তাই শাহরুখের বাড়ি 'মান্নাতে'ও যাতায়াত আছে তার। সেই সূত্রে তিনি ঘনিষ্ঠ আরিয়ানেরও।
আজ নিজের সমস্ত চ্যাট এনসিবির কাছে ডিকোড করবেন নায়িকা। ইতোমধ্যেই তার ল্যাপটপ ও ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।