পাকিস্তানের পক্ষে স্লোগান দেওয়ায় ভারতীয় সমর্থকদের হামলায় আহত দুই ভাই
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ভারত-পাকিস্তানের খেলা দেখার সময় দুই দলের সমর্থকদের মধ্যে সংর্ঘর্ষে দুইজন আহত হয়েছে। আহত ব্যক্তিরা হলে দুই ভাই কাশেম মৃধা (৩২) ও কামাল মৃধা (৪০)।
গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সাংগর গ্রামের সাংগর স্কুল সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে। আহত কাশেম মৃধা ও কামাল মৃধা একই এলাকার আমীর হোসেন মৃধার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজারে আলীম স্টোরের টেলিভিশনে খেলা দেখছিল স্থানীয়রা। এসময় পাকিস্তান দলের সমর্থকরা জয় পাকিস্তান বলে স্লোগান দিলে ভারত সমর্থকরা তার প্রতিবাদ করে। উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়।
এতে কাশেম মৃধা ও কামাল মৃধা নামে দুই ভাই আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। কাশেম মৃধা চিকিৎসা নিয়ে রাতে বাড়ি ফিরলেও কামাল মৃধা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহিদুল ইসলাম বলেন, "খেলা দেখা নিয়ে সংঘর্ষে দুজনের আহত হওয়ার খবর শুনেছি। তবে এ ঘটনায় কোনও পক্ষই থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"