পরিচালক হিসেবে অভিষেকের পথে ক্রিস্টেন স্টুয়ার্ট, শুরু করেছেন অভিনেতা বাছাই
আমেরিকান লেখিকা লিদিয়া ইয়ুকনাভিচের স্মৃতিকথা 'দ্য ক্রনোলজি অব ওয়াটার'কে চলচ্চিত্রের পর্দায় আনছেন 'টোয়াইলাইট'খ্যাত হলিউড তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। এর মাধ্যমেই পরিচালনায় অভিষেক ঘটতে যাচ্ছে ৩১ বছর বয়সী এই অভিনেত্রীর।
'ভ্যারাইটি অ্যাওয়ার্ডস সার্কিট পডকাস্ট'-এর একটি আসন্ন এপিসোডে ভ্যারাইটিকে ক্রিস্টেন জানিয়েছেন, ওই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র- লেখিকা লিদিয়ার ভূমিকায় কে অভিনয় করবেন, এই মুহূর্তে সেটি বাছাইকাজে সময় পার করছেন তিনি।
'আমরা এখন কাস্টিং নিয়ে ব্যস্ত,' বলেন স্টুয়ার্ট। 'চলচ্চিত্রটি নিয়ে অনেকদিন ধরেই ভাবছি। সবকিছু মোটামুটি গুছিয়ে এনেছি,' যোগ করেন তিনি।
অল্প বয়সে নিজেই এ চরিত্রে অভিনয় করার স্বপ্ন দেখলেও পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেই ভাবনা থেকে সরে এসেছেন বলেও জানান স্টুয়ার্ট। তিনি বলেন, 'লিদিয়া চরিত্রে নয়, হয়তো তার বড়বোনের চরিত্রে আমি অভিনয় করতে পারি; তবে সেটিও এখনো নিশ্চিত করিনি।'
স্টুয়ার্ট আরও জানান, এটিকে একটি আলফ্রেড হিচককধর্মী চলচ্চিত্রে পরিণত করতে চান। তবে কবে এর শুটিং শুরু হবে, সে সম্পর্কে এখনো কিছু জানাননি তিনি।
-
সূত্র: ভ্যারাইটি