বাঁচা-মরার লড়াইয়ে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/10/29/bd_vs_windies_toss.jpg)
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার লিগ পরেবর প্রথম দুটি ম্যাচেই হেরে গেছে বাংলাদেশ। সেমি-ফাইনাল স্বপ্নের পথে থাকতে বাকি তিন ম্যাচে জয়ের বিকল্প নেই মাহমুদউল্লাহ রিয়াদের দলের। প্রতিটি ম্যাচই এখন বাংলাদেশের জন্য অগ্নি পরীক্ষা। এই মিশনে বাংলাদেশের প্রথম পরীক্ষা ওয়েস্ট ইন্ডিজ।
সুপার লিগে ১ নম্বর গ্রুপ থেকে নিজেদের তৃতীয় ম্যাচে আজ ক্যারিবীয়দের মুখোমুখি বাংলাদেশ। শাহজাহতে অনুষ্ঠেয় এই ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ফিল্ডিংয়ে নামছেন সাকিব-মুশফিকরা। ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে।
এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। নুরুল হাসান সোহানকে একাদশে পাচ্ছে না তারা। দল পেটের নিচের দিকে চোট পাওয়ায় ছিটকে গেছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। তার জায়গায় একাদশে নেওয়া হয়েছে সৌম্য সরকারকে। এ ছাড়া স্পিনার নাসুম আহমেদের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকে।
সুপার লিগ পর্বে বাংলাদেশের মতো ওয়েস্ট ইন্ডিজও তাদের প্রথম দুই ম্যাচে হেরে কোণঠাসা। দুই দলই জয়ের জন্য মরিয়া। এমন সময়ে পেছনের রেকর্ড থেকে আত্মবিশ্বাস নিচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫টি ম্যাচ জিতেছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ৬টিতে। একটি ম্যাচের ফল আসেনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপেও ক্যারিবীয়দের বিপক্ষে জয় আছে বাংলাদেশের। বিশ্ব মঞ্চে দুই বারের সাক্ষাতে একটি করে জিতেছে দুই দল। ২০০৭ সালে প্রথম সাক্ষাতেই ৬ উইকেটে জয় পেয়েছিল মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন বাংলাদেশ। এ ছাড়া ক্যারিবীয়দের বিপক্ষে সর্বশেষ ৫ ম্যাচের মধ্যে ৩টিতেই বাংলাদেশের জয়।
বাংলাদেশ একাদশ: নাইম শেখ, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, রস্টন চেস, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শিমরন হেটমেয়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেইন ও রবি রামপাল।