পাটুরিয়ায় ফেরিডুবি: যানবাহন উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকার ৫ নাম্বার পন্টুনে ডুবে যাওয়া ফেরির উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার চতুর্থ দিনের অভিযানের মাধ্যমে ফেরি আমানত শাহ থেকে ডুবে যাওয়া ১৪টি ট্রাক-কাভার্ড ভ্যান এবং চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের আরিচা কার্যালয়ের কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, ফেরি আমানত শাহ ডুবির ঘটনায় মোট চারদিন অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ডুবে যাওয়া সকল যান উদ্ধার করা হয়েছে।
তারপরও কেউ যদি কোন যানের বিষয়ে অভিযোগ নিয়ে আসে সেটিও গুরুত্ব দিয়ে দেখা হবে। এছাড়াও ফেরি আমানত শাহ ও এর আশেপাশের এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করবে ডুবুরি দলের সদস্যরা। নতুন করে কোন কিছুর সন্ধান পাওয়া গেলে তা উদ্ধারে অভিযান চালানো হবে বলে মন্তব্য করেন ফজলুর রহমান।